তৃণমূলে নেতৃত্বের রাশ কার হাতে থাকবে, দলের মধ্যে নবীন প্রবীণ নিয়ে গত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন মহলে জল্পনা ও বিতর্ক চলছে৷
আরও পড়ুন: মমতার নেতৃত্বেই লড়বেন অভিষেক, বিতর্কে জল ঢালতে দাবি সুব্রতর! মুখ খুললেন কুণালও
এই বিতর্কে ইতি টানতে এ দিন দলের প্রতিষ্ঠা দিবসের দিন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বলেন, ‘বেশ কিছু সংবাদ মাধ্যম ভাবছে তৃণমূল ভেঙে যাবে, তাতে জল ঢেলে দিলাম৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, আশা করি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবেন, জোড়া ফুলকে সামনে রেখেই লড়াই করবেন৷’
advertisement
এই পরিস্থিতিতে এ দিন সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান অভিষেক৷ সেই সময় অবশ্য সেখানে দলের আরও এক পুরনো নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও মুখ্যমন্ত্রীর বাড়িতে ছিলেন৷ অভিষেক পৌঁছনোর পর পরই অবশ্য ফিরহাদ হাকিম বেরিয়ে যান৷
তবে এ দিন মমতা- অভিষেক সাক্ষাতের বিষয়বস্তু নিয়ে তৃণমূলের পক্ষ থেকে দলীয়ভাবে কোনও বিবৃতিই দেওয়া হয়নি৷ এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দলের অন্যান্য সিনিয়র নেতারাও৷