TRENDING:

দীপাবলির সন্ধ্যায় হঠাৎ কালীঘাট মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়! পুজো দিয়ে বললেন...

Last Updated:

Abhishek Banerjee: সোমবার সকালেই কলকাতায় ফেরেন অভিষেক। বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয় দেখা যায় তাঁকে। দীর্ঘক্ষণ সেখানে ছিলেন তবে চোখের সমস্যার কারণে যজ্ঞের সামনে বসেননি তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: চোখের অস্ত্রোপচার সেরেছেন সম্প্রতি আমেরিকাতে। গতকালই দেশে ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাল গিয়েছে পারিবারিক কালীপুজো। আজ সন্ধ্যায় কালীঘাটে মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন অভিষেক। সন্ধে ৭ টা নাগাদ কালীঘাট মন্দিরে প্রবেশ করেন তিনি। তবে এইসময় মন্দিরে রাজনৈতিক প্রশ্ন করা হলে সুকৌশলে তা এড়িয়ে যান ডায়মন্ড হারবারের সাংসদ।
কালীঘাট মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়
কালীঘাট মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়
advertisement

আরও পড়ুন : কলকাতায় দেখা গেল সূর্যগ্রহণ! মিস করেছেন? দেখুন বছরের শেষ সূর্যগ্রহণের সেই দৃশ্য...

সোমবার সকালেই কলকাতায় ফেরেন অভিষেক। বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয় দেখা যায় তাঁকে। দীর্ঘক্ষণ সেখানে ছিলেন তবে চোখের সমস্যার কারণে যজ্ঞের সামনে বসেননি তিনি। এরপর মঙ্গলবার সন্ধেয় আচমকা কালীঘাট মন্দিরে হাজির হলেন অভিষেক। সেখানে পুজো দেন তিনি।

advertisement

প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে দলীয় কর্মিসভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে ফেরার পথেই হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা দুধের গাড়িতে অভিষেকের গাড়ি ধাক্কা মারে। অভিষেকের গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। জ্ঞান হারান তিনি। ওই দুর্ঘটনাতেই সাংসদের বাঁ চোখের নিচের হাড় ভেঙে যায়। তারপর থেকেই দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন তিনি। এর আগেও একাধিক শহরের হাসপাতালে চোখের অস্ত্রোপচার করা হয়েছিল তাঁর। কিন্তু সমস্যা মেটেনি। এবার আমেরিকায় গিয়ে অস্ত্রোপচার করিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

advertisement

আরও পড়ুন : 'সৌজন্য'? স্পষ্ট করুক বামেরা'... শিলিগুড়িতে 'বাম'-বিজেপি বৈঠক নিয়ে তীব্র খোঁচা কুণালের!

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

আমেরিকার হাসপাতালে গত ৫ অক্টোবর তাঁর চোখের পরীক্ষা হয়। দু’টি সমস্যা ধরা পড়ে। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ১২ অক্টোবর দু’জন শল্য চিকিৎসক অস্ত্রোপচার করেন। তারপর টানা ১৯ তারিখ পর্যন্ত পর্যবেক্ষণে ছিলেন তিনি। পরে বাড়ি ফেরার অনুমতি পাওয়ায় সোমবার সকালে কলকাতা ফেরেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
দীপাবলির সন্ধ্যায় হঠাৎ কালীঘাট মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়! পুজো দিয়ে বললেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল