অভিষেক এদিন মনোনয়ন নিয়ে বলেন, “সিপিএম পরিকল্পিতভাবে সন্ত্রাসকে মজ্জাগত করেছিল। কিন্তু আমরা আমাদের কথা রেখেছি। জেলা পরিষদে ১০০% মনোনয়ন হয়েছে৷ আমরা অধিকার হরণ করিনি, ফেরত দিয়েছি। সিপিএম, বিজেপি বলতে পারবে না তাদের মনোনয়ন জমা পড়েনি৷ আমরা কথা দিলে কথা রাখি।
একইসঙ্গে দলীয় বিক্ষুব্ধদের উদ্দেশ্যে বার্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “কোথাও কেউ নির্দল হয়ে যদি দাঁড়িয়ে থাকে, তাদের উদ্দেশ্য নিয়ে বলছি, যারা বেইমানি করছে তাদের দলে নেওয়া হবে না৷ দলের শৃঙ্খলার উপরে আপনিও নন, আমিও নই৷”
advertisement
আরও পড়ুন: ‘১৩ তলা’ বা ‘১৩ নম্বর’ ঘর কেন থাকে না হোটেলে? আসল কারণ জানালে চমকে যাবেন!
বিজেপিকে তথা কেন্দ্রের মোদি সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে হুঙ্কার দেন অভিষেক। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বলেন, “মানুষের টাকা দিল্লির বুক থেকে ছিনিয়ে নিয়ে আসব৷ কথা দিচ্ছি। প্রাপ্য ফিরিয়ে আনব৷ যদি চান আচ্ছে দিন, তাহলে পদ্মের পাপড়ি গুড়িয়ে দিন, হাত-কাস্তে নয়, গ্রামে গ্রামে জোড়া ফুলে ভোট দিন।”