TRENDING:

১০ হাজার নেতা-নেত্রীদের সঙ্গে আজ মেগা বৈঠকে অভিষেক, মঙ্গলে মতুয়ামহলে মহামিছিল মমতার

Last Updated:

Abhishek Banerjee: আজ মেগা বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ১০ হাজার জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে হবে এই বৈঠক। বিশেষ নজর মতুয়া অধ্যুষিত অঞ্চল। নজরে উত্তরবঙ্গের জেলাগুলি। এর আগে SIR শুরুর আগে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন অভিষেক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আজ মেগা বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ১০ হাজার জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে হবে এই বৈঠক। বিশেষ নজর মতুয়া অধ্যুষিত অঞ্চল। নজরে উত্তরবঙ্গের জেলাগুলি। এর আগে SIR শুরুর আগে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন অভিষেক। বিধায়ক, সাংসদ-সহ বিভিন্ন স্তরের নেতাদের দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন। সম্ভবত তাঁদের পারফরম্যান্স আলোচনা হবে আজ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

পাশাপাশি পরবর্তী ধাপে তৃণমূল নয়া কর্মসূচী গ্রহণ করতে পারে। সেই সংক্রান্ত ঘোষণা এই বৈঠকে করতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কোনও নাম বাদ দেওয়া যাবে না, এই ইস্যুতে আগে থেকেই সরব মমতা-অভিষেক। এবার দ্বিতীয় দফার কর্মসূচী নিয়ে মেগা বৈঠক তৃণমূলের।

আরও পড়ুন: ১ মিনিটেই ঝাঁ চকচকে জলের ট্যাঙ্ক…! প্লাম্বার ভুলে যান, ঘরোয়া কাজেই ম্যাজিক-ক্লিনিং! কায়দা জানুন স্টেপ বাই স্টেপ!

advertisement

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামিকাল মঙ্গলবার মতুয়া-মহলে চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মহামিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার বনগাঁয় জনসভা থেকে দেবেন বার্তা। এরইমধ্যে সোমবার ফের মেগা ভার্চুয়াল বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর-সংক্রান্ত রিভিউ হবে এই বৈঠকে।

আরও পড়ুন: ফলে লাগানো ‘ফরমালিন’ দূর করার সঠিক কায়দা জানুন…! তুড়িতে দূর করুন! শিখে নিন ‘টোটকা’

advertisement

দলীয় সাংসদ, বিধায়ক থেকে শুরু করে সর্বস্তরের নেতা মিলিয়ে ১০ হাজারের বেশি নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এসআইআর আবহে এবার তৃণমূল বিশেষ নজর দিয়েছে মতুয়া-অধ্যুষিত এলাকা ও উত্তরবঙ্গে। এই বৈঠকে সাংসদ ও বিধায়কদের পারফরম্যান্সও রিভিউ করা হবে। সেইসঙ্গে পরবর্তী দিকনির্দেশিকাও দেবেন অভিষেক।

আরও পড়ুন: টি-শার্টের ‘T’ শব্দের ‘অর্থ’ কী জানেন…? প্রশ্ন শুনেই ভ্যাবাচ্যাঁকা খাচ্ছেন, চমকে দেবে ‘উত্তর’!

advertisement

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই দিক নির্দেশ দেবেন। ভার্চুয়াল বৈঠকে দলের নেতারা ঠিকমতো দায়িত্ব পালন করছেন কি না, তা খতিয়ে দেখা হবে। কোন জেলার সাংগঠনিক দিকে আরও বেশি করে নজর দেওয়া দরকার তারও পর্যালোচনা করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
কাগজের ফুলেই বাড়ল বিপদ, গৌড়হাটে পুড়ে ছাই দোকান! লক্ষাধিক টাকার ক্ষতি
আরও দেখুন

মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লেখেন। এই এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান নেত্রী। জানান, বনগাঁয় মতুয়া মহলে মানুষের পাশে থাকতে তিনি মিছিল ও জনসভা করবেন। মমতা বন্দোপাধ্যায়ের সেই সভাকে কেন্দ্র করে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে নেতৃত্ব। বনগাঁয় সভাস্থল এবং চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত এলাকার নিরাপত্তা খতিয়ে দেখছে পুলিশ-প্রশাসন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
১০ হাজার নেতা-নেত্রীদের সঙ্গে আজ মেগা বৈঠকে অভিষেক, মঙ্গলে মতুয়ামহলে মহামিছিল মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল