TRENDING:

Abhishek Banerjee: অভিষেকের চেয়ার ‘ফাঁকা’ রেখেই হবে ইন্ডিয়া-র বৈঠক! ইডির তলব নিয়ে কেন্দ্রের তুমুল সমালোচনায় শরিকরা

Last Updated:

এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ নথিপত্র হাতে কালো গাড়িতে করে সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: তিনি যে কো-অর্ডিনেশন কমিটির সদস্য, বিজেপি বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’র সেই কমিটি প্রথমবারের জন্য বৈঠকে বসতে চলেছে আজ, বুধবার৷ কিন্তু, সেই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি৷ এ নিয়ে আগেই নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছিল অভিষেককে৷ এবার তাঁর পাশে দাঁড়ালেন তাঁদের জোট শরিকও৷ ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির প্রথম বৈঠকের দিনই সমন পাঠিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা নিয়ে ইডি এবং কেন্দ্রের বিজেপি সরকারের তুমুল সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত।
advertisement

বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম সদস্য উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি)৷ এদিন সেই দলের মুখপাত্র সঞ্জয় রাউত এ প্রসঙ্গে বলেন, ‘‘অভিষেক আজ বৈঠকে থাকতে পারলেন না, কারণ ইডি এবং বিজেপি তেমনটা চায়নি। কেন্দ্রীয় সরকার চায়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসে ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির বৈঠকে যোগ দিন।’’

আরও পড়ুন: ‘অভিষেককে সবসময় হ্যারাস করছে! কোনও প্রমাণ নেই’, ইডি-র সমন নিয়ে এবার বিস্ফোরক মমতা

advertisement

সেই কারণে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেয়ার ফাঁকা রেখেই এদিন তাঁরা সমন্বয় কমিটির বৈঠক করবেন বলে জানান সঞ্জয় রাউত৷ শিবসেনা (ইউবিটি) নেতা স্পষ্ট বলেন, ‘‘আমরা তাঁর জন্য একটি আসন ফাঁকা রেখে এই বার্তাই দিতে চাইছি যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ‘ইন্ডিয়া’র সদস্যদের উপর অত্যাচার করছে।’’

এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ নথিপত্র হাতে কালো গাড়িতে করে সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এদিন ইডি-র তলব করার কথা দিন কয়েক আগে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন অভিষেক৷ লিখেছিলেন, ‘ইন্ডিয়ার সমন্বয় কমিটির প্রথম বৈঠক ১৩ সেপ্টেম্বর দিল্লিতে, যে কমিটির আমিও এক জন সদস্য। কিন্তু ইডি ওই দিনই আমাকে হাজিরা দেওয়ার জন্য নোটিস দিয়েছে! এই মাত্র সেই নোটিস পেলাম। ৫৬ ইঞ্চি ছাতির কাপুরুষতা ও অন্তঃসারশূন্যতা দেখে বিস্মিত না হয়ে পারছি না।’

advertisement

আরও পড়ুন: ১৩ হাজার টাকার দুর্নীতি! সরকারি প্রকল্প থেকে দেদার লুট, জম্মু ও কাশ্মীরে ‘ফাঁস’ আমলাদের কীর্তি

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

প্রসঙ্গত, বুধবার এনসিপি নেতা শরদ পওয়ারের দিল্লির বাড়িতে ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির প্রথম বৈঠক হতে চলেছে৷ সমন্বয় কমিটিতে রয়েছেন শরদ পাওয়ার, কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, ডিএমকে-র টিআর বালু, জেএমএম নেতা ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত, আরজেডি নেতা তেজস্বী যাদব, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, এএপি সাংসদ রাঘব চাড্ডা, সমাজবাদী পার্টির নেতা জাভেদ আলি খান, জেডিইউ-র লালন সিং, সিপিআই-এর ডি রাজা, ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ এবং পিডিপি প্রধান মেহবুবা মুফতি৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: অভিষেকের চেয়ার ‘ফাঁকা’ রেখেই হবে ইন্ডিয়া-র বৈঠক! ইডির তলব নিয়ে কেন্দ্রের তুমুল সমালোচনায় শরিকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল