প্রসঙ্গত কিছুদিন আগেও নিজের জিম করার সময়ের একটি সেলফি তুলে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন অভিষেক৷ সমাজমাধ্যমে ঝড় তুলেছিল অভিষেকের সেই সেলফি৷
এ দিন দলের ডিজিটাল যোদ্ধাদের উদ্দেশে অভিষেক বলেন, ‘বিজেপি-র মতো টাকাপয়সা, ইডি, সিবিআই, ইসিআই, কেন্দ্রীয় বাহিনী আমাদের নেই। কিন্তু আমাদের হাজার হাজার ডিজিটাল যোদ্ধা আছে। যাঁরা প্রচার করে চলেছেন বুকের রক্ত তুলে। হাতে আর কয়েকদিন আছে। তাই এক ইঞ্চি জমি ছাড়া যাবে না। আমাদের ফাঁক দেখলেই ওরা মানুষকে ভুল বোঝাবে।’
advertisement
দলের ডিজিটাল সৈনিকদের উদ্দেশে অভিষেকের আরও পরামর্শ, ‘ব্যক্তির থেকে বড় দল। ছোট, সেজো, মেজো নেতার নামে জয়ধ্বনি না দিয়ে আপনারা দলের নামে প্রচার করুন। ২৫০ আসন করতেই হবে। ১১০ দিন লড়তে হবে। এক ইঞ্চি ছাড়া যাবে না জায়গা। সময় নষ্ট করা যাবে না।’
রাজ্যে ফের ইডি-র তৎপরতা নিয়ে অভিষেক বলেন, ‘দল আমার মা। দলকে যারা বিশ্বাসঘাতকতা করেছে তারা ধোয়া তুলসিপাতা? মমতা বন্দোপাধ্যায় কি জিনিস তা বিজেপি নেতাদের বলব সিপিএমের থেকে ক্লাস নিয়ে আসুন। বোমা, বন্দুককে ভয় পাননি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দোপাধ্যায় যা করেছেন তা ঠিক করেছেন। এরা ভেবেছে অন্য রাজ্যের মতো। ইডি, সিবিআই পাঠাবে আর পরে বলবে ডিল করবো, আমার দলে এসো। আমরা তা নই।’
