অভিষেকের মন্তব্য, ‘‘গেট ভেঙে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। হিংসার ঘটনা কখনও সমর্থন করা যায় না। আমরাও দিল্লিতে বাংলার শ্রমিকদের জন্য আন্দোলন করেছিলাম এখানে আমাদের সাথে যা হয়েছিল তার প্রতিবাদ আমরা রাজভবনের সামনে এসে শান্তিপূর্ণভাবে করেছিলাম।’’
তিনি বলেন, ‘‘রাজ্য সরকার নিজের অবস্থান স্পষ্ট করেছে৷ মামলাটি এখনও বিচারাধীন৷ বিচারব্যবস্থার উপরে ভরসা রাখুনস আজ নয় কাল বিচার হবেই৷ আমার দৃঢ় বিশ্বাস৷’’
advertisement
আরও পড়ুন: চাকরি বাতিল…ফিরতে চান পুরনো চাকরিতে, গুচ্ছ গুচ্ছ আবেদন জমা পড়ছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে
প্রসঙ্গত, বৃহস্পতিবারের ঘটনার প্রেক্ষিতে আজ, সোমবার বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের ৬ জনকে তলব করা হয়েছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে। পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁদের তলব করা হয়েছে৷ একাধিক ফুটেজ এবং তাঁদের গতিবিধি এবং কীভাবে তাঁরা গন্ডগোল করেছিল এই সমস্ত ফুটেজ পুলিশ খতিয়ে দেখার পরেই আজকে তলব করা হয়েছে। শিক্ষকেরা জানিয়েছেন, বিকেল ৪টের পরে মিছিল করে থানায় পৌঁছবেন তাঁরা৷
এদিন অপারেশন সিঁদুর নিয়েও মন্তব্য করেন অভিষেক৷ বলেন, ‘‘দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে দল কেন্দ্রীয় সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে। পাকিস্তানের সন্ত্রাসবাদকে মদত দেওয়ার ক্ষেত্রে কড়া নিন্দা জানাই। কিন্তু দৌত্যর ক্ষেত্রে কে যাবে সেটা পার্টির সিদ্ধান্ত। এটা বিজেপি ঠিক করে দিতে পারে না। একজন চাইলে পাঁচ জনের নাম আমরা দেব। কিন্তু সেটা তো দলের সিদ্ধান্ত। তৃণমূল কিন্তু এটাকে বয়কট করছে না। অনেক বিরোধী দল প্রথম থেকে সেটার বিরোধী অবস্থান নিয়েছে। কিন্তু তৃণমূল একেবারেই সেটা করেনি।’’