আগামী ৯ অক্টোবর অভিষেককে তলব করেছে ইডি। এদিকে, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে আগামী ১১ অক্টোবর। প্রসঙ্গত, আগেই ৬ ও ৭ তারিখ ডাকা হয়েছিল অভিষেকের মা লতা ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে ইডি।
আরও পড়ুন: বন্যাবিধ্বস্ত সিকিম নিয়ে উদ্বিগ্ন মমতা, দুর্যোগ মোকাবিলায় পাঠালেন মন্ত্রী, আমলা
advertisement
ইডি সূত্রে জানা গিয়েছে, রুজিরার বয়ান রেকর্ড করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, তদন্তে পাওয়া বিভিন্ন নথি ও তথ্যের ভিত্তিতে রুজিরাকে জিজ্ঞাসাবাদ ও বয়ার রেকর্ড করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সেই কারণেই আগামী সপ্তাহে তাঁকে তলব করা হয়েছে। এর আগে লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। কিন্তু তাঁরা এখনও কেউ তদন্তকারী সংস্থার সামনে হাজির হননি।
আরও পড়ুন: মেঘভাঙা বৃষ্টির জেরে সিকিমে ভয়াবহ বিপর্যয়, মুখ্যমন্ত্রীকে রাত ২’টোয় জরুরি ফোন মুখ্যসচিবের
প্রসঙ্গত, আগামী ১০ অক্টোবর কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট পেশ করার কথা ইডির। সেই রিপোর্টে লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে যুক্তদের বিষয়ে কী কী পদক্ষেপ করা হয়েছে, তার উল্লেখ থাকবে বলে সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার শীর্ষকর্তাদের সম্পূর্ণ সম্পত্তির খতিয়ানও আগেও উল্লেখ করেছিল ইডি। কিন্তু সেই খতিয়ান দেখে অসন্তুষ্ট হয় আদালত।
ইডির জমা করা তথ্য দেখে চরম অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। পরে ওই তদন্তের দায়িত্বে থাকা ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্রকে সরিয়ে দেন বিচারপতি সিনহা। ইডিকে বিচারপতির নির্দেশ ছিল, ৩ তারিখের তদন্তে যেন নড়চড় না হয়। ওই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল ইডি। তবে দিল্লিতে কর্মসূচি থাকায় ইডির কাছে যাননি তৃণণূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার তাঁকে এবং তাঁর স্ত্রী রুজিরাকে ডেকে পাঠাল ইডি।