TRENDING:

Abhishek Banerjee: সব জল্পনার অবসান, তৃণমূলে নিজের পুরনো পদেই ফিরে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Abhishek Banerjee: শুক্রবার এক সপ্তাহের মধ্যেই সেই কর্মসমিতির প্রথম বৈঠক বসল কালীঘাটে৷ সেখানেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ফেরাল তৃণমূল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সব বিতর্কে ইতি ৷ তৃণমূল কংগ্রেসের ফের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত ১২ ফেব্রুয়ারি তৃণমূলের (TMC) জাতীয় কর্মসমিতি গঠন করে দিয়েছিলেন সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তৃণমূলনেত্রী নিজে তো বটেই, সেই কমিটিতে জায়গা পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও ১৯ জন৷ আর আজ, শুক্রবার এক সপ্তাহের মধ্যেই সেই কর্মসমিতির প্রথম বৈঠক বসল কালীঘাটে৷ সেখানেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ফেরাল তৃণমূল।
advertisement

বেশ কিছুদিন ধরেই বাংলার রাজনীতিতে তৃণমূলের দুই প্রধান মুখ অর্থাৎ মমতা এবং অভিষেককে নিয়ে বেশ কিছু খবর হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল। রাজনৈতিক মহলের ধারণা তৈরি হয়েছিল, তাঁদের মধ্যে কোনও সমস্যা চলছে। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নিউজ ১৮ -কে অভিষেক জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই হলেন তাঁর নেত্রী এবং অনুপ্রেরণা।

আরও পড়ুন: বার ডান্সার বান্ধবীকে নিয়ে রাত সফর, বারুইপুরে প্রোমোটারের সঙ্গে হাড়হিম ঘটনা!

advertisement

বাংলার রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই তৃণমূলের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা প্রকাশ্যে এসেছে। অনেকেই এই বিষয়ে নিজের নিজের মতামত প্রকাশ করেছেন মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায়। কিন্তু যাঁদের নিয়ে সকলের মনে কৌতূহল ছিল অর্থাৎ মমতা এবং অভিষেক, তাঁরা এই বিষয়ে বেশি কিছু জানাননি। তৃণমূলের প্রথম সারির নেতারাও কার্যত চুপ ছিলেন। এর মধ্যেই মমতা জরুরি মিটিং করে অবলুপ্তি ঘটিয়েছিলেন সকল জাতীয় পদের। এমনকী জাতীয় পদের অবলুপ্তি ঘটানোর সঙ্গে সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদটিও তুলে দেন। ওই পদেই ছিলেন অভিষেক।

advertisement

আরও পড়ুন: ফিরহাদ হাকিমের গাড়ির সামনে আহত টোটো চালক! মন্ত্রী যা করলেন, অবাক সকলে

ফলে তাঁর দিকে আরও নজর ঘুরে গিয়েছিল। কিন্তু অভিষেক স্পষ্ট করে বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় অনেক যুদ্ধ করে আজকের তৃণমূলকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছেন। তৃণমূলের আসল কাজ হল মানুষের জন্য লড়াই করা, কাজ করা। সেই পথ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই সেই পথ অনুসরণ করেই এগিয়ে চলেছি। আমাদের চেয়ারপার্সনের দেখানো পথেই আমরা এগিয়ে যাব এবং মানুষের সেবা করে যাব। আমাদের দলের মূল স্তম্ভই হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

যদিও এরপরও অভিষেক বন্দ্যোপাধ্যায় আর পুরনো পদে ফিরবেন কিনা, তা নিয়ে জল্পনা ছিলই। কিন্তু শেষমেশ ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বসলেন তিনি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: সব জল্পনার অবসান, তৃণমূলে নিজের পুরনো পদেই ফিরে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল