বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের মন্তব্য নিয়ে যখন জোর রাজনৈতিক মহবে। তখন সরাসরি রানাঘাটের সাংসদকে সরাসরি রাজনৈতিক আক্রমণ করলেন অভিষেক৷ বললেন, ‘‘বিজেপি নেতৃত্বের ভণ্ডামি আরও গভীরে নেমে এসেছে। @BJP4India রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ঘোষণা করেছেন যে বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনও সীমানা থাকবে না – উভয় দেশ আবার এক হয়ে যাবে!’’
advertisement
আরও পড়ুন: আজ থেকেই শুরু SIR-এর ট্রেনিং! বিএলও-দের প্রশিক্ষণ চলবে কতদিন? জারি ১৬ দফা গাইডলাইন
অভিষেকের কটাক্ষ, ‘‘@HMOIndia সহ একই বিজেপি সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করে চলেছে৷ যদি বিজেপি সত্যিই দেশের অখণ্ডতায় বিশ্বাস করে, তাহলে আমি @BJP4India @JPNadda কে চ্যালেঞ্জ জানাচ্ছি যে এই সাংসদকে অবিলম্বে বরখাস্ত করুন। তাদের নীরবতা কেবল প্রকাশ করবে যে তিনি শীর্ষনেতার পূর্ণ সম্মতিতে কথা বলেছেন।’’
তৃণমূল সাংসদ বলেন, ‘‘এটি জাতীয়তাবাদ নয় – এটি প্রতারণা। “এসআইআর” নামে পশ্চিমবঙ্গের জনগণকে বোকা বানানো এবং অপমান করা বিজেপির ট্রেডমার্ক রাজনীতিতে পরিণত হয়েছে – ভণ্ডামি এবং বিশ্বাসঘাতকতার একটি বিপজ্জনক মিশ্রণ! তাদের নিজস্ব কথাগুলি দেখুন এবং সিদ্ধান্ত নিন কে বাংলাকে বোকা বানাচ্ছে।’’
আরও পড়ুন: নভেম্বরে কি নতুন খবর? যেখানে একদিন একঘরে হতে হয়েছিল, সেখানেই স্বমহিমায় দিলীপ ঘোষ!
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মাটিয়ারি বানপুরে বিজেপির একটি সভায় বক্তৃতায় করেছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার৷ সেখানে বেশ কয়েকজন পদ্মশিবিরে যোগ দেন৷ সেখানে জগন্নাথ বলেছিলেন, ‘‘কথা দিচ্ছি, এ বারের ভোটে (বিধানসভা) আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।’’
বিজেপি সাংসদের সংযোজন, ‘‘তৃণমূল জিতলেও কাঁটাতার আর থাকবে না। কিন্তু ওই দেশটা বাংলাদেশই থেকে যাবে।’’
বাংলার সাংসদের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জগন্নাথের মন্তব্যের নিন্দা করেছেন। তিনি বলেন, ‘‘জগন্নাথ সরকারের মন্তব্যে বিজেপির দ্বিচারিতা প্রকাশ্যে এল। এক দিকে তারা বলছে অনুপ্রবেশ বন্ধ করতে হবে। অন্য দিকে তারাই বলছে, ‘কাঁটাতার তুলে দেব।’ তাদের এই দ্বিচারিতা বাংলার মানুষ বুঝে নেবেন।’’
