মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক৷ এই মুহূর্তে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি৷ মায়ের শারীরিক অবস্থার কথা ভেবেই উদ্বিগ্ন শুভ্রাংশু৷ তার উপর নির্বাচনেও পরাজিত হয়েছেন তিনি৷ এই পরিস্থিতিতে নিজের প্রায় সমবয়সি শুভ্রাংশুকে মানসিক ভাবে উদ্বুদ্ধ করে চলেছেন অভিষেক৷ কয়েকদিন আগে অভিষেক নিজেই মুকুল রায়ের স্ত্রীকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন৷ সেখানেও শুভ্রাংশুর সঙ্গে কথা হয় তাঁর৷ এই ঘটনার পরেই মুকুল এবং শুভ্রাংশুর তৃণমূলে ফেরার জল্পনা আরও জোরাল হয়৷
advertisement
এর পাশাপাশি এ দিন মুকুল রায়ের সঙ্গেও দীর্ঘক্ষণ আলোচনা সারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ আগামী দিনে দল কীভাবে এগোবে, মুকুল এবং শুভ্রাংশুর সঙ্গে তা নিয়েও কথা হয়েছে অভিষেকের৷ বেশ কয়েকজন বিধায়কের তৃণমূলে যোগদান নিয়েও কথা হয়। সূত্রের খবর, তৃণমূলের তরফে কয়েকদিনের মধ্যেই বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হবে৷ তাতে মুকুল এবং শুভ্রাংশুর গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে বলেই খবর৷ প্রসঙ্গত, শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন, আগের মতোই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মুকুল রায়৷
ইতিমধ্যেই খবর মিলেছে, তৃণমূলে যোগ দেওয়ার পরই বেশ কয়েকজন বিজেপি বিধায়ক এবং উত্তরবঙ্গের দুই সাংসদের সঙ্গে ফোনে কথা হয়েছে মুকুল রায়ের৷ ফলে পুরনো দলে ফিরেই ফের স্বমহিমায় মুকুল৷
Kamalika Sengupta