শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জিজ্ঞাসাবাদের জন্য সুমিত রায়কে নোটিস পাঠিয়েছিল ইডি। ইডির নোটিস অনুযায়ী সোমবার দুপুর বারোটা নাগাদ ইডি দফতরে এসে পৌঁছন সুমিত রায়। সুমিত রায়ের হাতে ছিল বেশকিছু নথি।
আরও পড়ুন: মুর্শিদাবাদে ৩ মণিপুরী মহিলাকে ধরল পুলিশ! যা মিলল, দেখে চক্ষু চড়কগাছ সকলেরই!
advertisement
ইডির ওই নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেকের আপ্ত সহায়ক। দ্রুত শুনানির আবেদন জানিয়েও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। তবে সেই মামলার শুনানি হয়নি। সোমবারই সেই মামলার শুনানি হবে। ইডির আইনজীবীকে বিচারপতি বলেছেন, সোমবার সকাল সাড়ে ১০টার পরিবর্তে দুপুর ১২টার পর সিজিও কমপ্লেক্সে সুমিতকে হাজিরার সময় দেওয়া হোক। তার আগেই মামলার শুনানি হয়ে যাবে।
আরও পড়ুন: জঙ্গিদের কাছে কি পৌঁছেছে বিপুল টাকা এবং পাসপোর্ট! এবার দুবাই-কাতার যোগ খতিয়ে দেখছে সিবিআই
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু গ্রেফতার হওয়ার পর লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থা তদন্তকারীদের নজরে উঠে আসে। এরপরই আদালত এই সংস্থার সঙ্গে যুক্ত সকলের আর্থিক হিসাব খতিয়ে দেখার নির্দেশ দেয়। একইসঙ্গে দুই তদন্তকারী সংস্থা ইডি, সিবিআইকে আদালত জানায়, তাদের কেন মনে হল না এই নথিগুলো জোগাড় করা দরকার? এরপরই একে একে ইডি ডেকে পাঠায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়, মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে। যদিও অভিষেক বা তাঁর মা-বাবা হাজিরা দেননি। অভিষেকের ক্ষেত্রে অবশ্য আইনি নির্দেশ ছিল। তবে হাজিরা দেন স্ত্রী রুজিরা। এবার অভিষেকের আপ্ত সহায়ককেও তলব করল ইডি।