কলকাতা: বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ২৮ অক্টোবর থেকে চলছে বিএলও-দের প্রশিক্ষণ পর্ব। চলবে ৪ নভেম্বর পর্যন্ত। এই পরিস্থিতিতে ব্লক লেভেল এজেন্ট, বিএলএ, সাংসদ, বিধায়কদের নিয়ে জরুরি ভিত্তিতে প্রস্তুতি বৈঠকে ডেকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকেই বিধায়কদের বড় দায়িত্ব দিলেন তিনি।
advertisement
ভার্চুয়াল এই বৈঠক থেকে অভিষেক বলেন, ”বিধায়করা, আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি আপনারাও দেখতে থাকবেন। এই ওয়ার রুম যেন কার্যকরী হয়। বিধায়কদের রোজ ওয়ার রুম যেতে হবে। সাংসদরা অধিবেশন না শুরু হওয়া অবধি সপ্তাহে চার দিন করে গিয়ে বসবেন। মানুষের সঙ্গে জনসংযোগ সারবেন। আপনিও তাহলে গ্রাউন্ডের রিপোর্ট পাবেন। আমাকে হোয়াটসঅ্যাপ করবেন।”
বিএলএ-২ যারা, তাদেরকেও অভিষেক বলেন, ”ভোটারের সব ঠিক থাকলে দিদির দূত অ্যপে আপডেট করবেন। আমাদের কাছেও রেকর্ড রাখতে হবে। এই অ্যাপে ডিজিটাইজড ভোটার তালিকা তোলা আছে। আগামী তিন দিনের মধ্যে মিটিং ডাকবেন বিধানসভা ভিত্তিক। কাদের কী কাজ বুঝিয়ে দেবেন।”
অভিষেকের সংযোজন, দিদির দূত অ্যাপ সমস্যা হলে সরাসরি ফোন করবেন 8142681426 এই নম্বরে। এই ছয় মাস আমাদের কাছে অ্যসিড টেস্ট। )সবাই ঝাঁপিয়ে পড়ুন, খুব শিগগিরই মাঠে আপনাদের সঙ্গে আমার দেখা হবে।”

