এই আলোচনার ঝড়ের মধ্যেই এবার এই প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে জোটের মধ্যে আলোচনার দাবি করলেন অভিষেক। তাঁর কথায়, “ইন্ডিয়া জোট এই বিষয়ে বসে আলোচনা করবে। মমতা এই জোটের সব চেয়ে প্রবীণ নেতা। মুখ্যমন্ত্রী হিসাবেও এটি মমতার তৃতীয় মেয়াদ। শুধু তাই নয়, এর আগেও তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তাই এই বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়া উচিত বলেই মনে করেন বলে সোমবার জানিয়েছেন অভিষেক।
advertisement
একইসঙ্গে অভিষেক স্মরণ করান, “কোনও পক্ষকে ছোট করা উচিত নয়। তবে ইন্ডিয়া জোটে তৃণমূলই একমাত্র দল যা বিজেপির পাশাপাশি কংগ্রেসকে পরাজিত করেছে। আঞ্চলিক দলগুলিকে অবমূল্যায়ন করা ভুল – এই ভুলটি কংগ্রেস এবং বিজেপি উভয়ই করে থাকে। জনগণের ভোটে আমরা এখানে এসেছি, সংখ্যা ২৯ হলেও, কখনই মানুষকে হেয় করা উচিত নয়। বাংলায় বিজেপি সাংসদ কমিয়েছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে আমাদের স্ট্রাইক-রেটও ভাল।”
আরও পড়ুন: বাড়িতে কোন ‘গাছ’ লাগালে ‘সাপ’ আসে না বলুন তো…? চমকে দেবে এই ‘নাম’, গ্যারান্টি!
প্রসঙ্গত, এ বারের লোকসভায় আসনসংখ্যা বাড়িয়েছে তৃণমূল। অন্যদিকে সারা দেশের মতোই, বাংলাতেও ১৮ থেকে কমে ১২-তে গিয়ে ঠেকেছে বিজেপি। সেই প্রসঙ্গেই বাংলার ভোটে বিজেপিকে ঠেকানোর তৃণমূলের ‘স্ট্রাইক রেট’ স্মরণ করিয়ে দিয়ে আঞ্চলিক দলগুলির শক্তির কথা মনে করিয়ে কার্যত অন্যান্য জোট শরিকদেরও মন টেনেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।