TRENDING:

ইন্ডিয়া জোটের নেত্রী মমতা? প্রস্তাব নিয়ে 'আলোচনা' চান অভিষেক! বললেন, 'এই ভুলটি...'

Last Updated:

Abhishek Banerjee: অনেকেই গত কয়েক সপ্তাহ ধরে সর্বভারতীয় স্তরে বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতৃত্ব মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে চান।’ সুপারিশ আসতেই এবার মুখ খুললেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, তৃণমূলের একাংশের পাশাপাশি লালু প্রসাদ যাদবের মতো জোট শরিকদের মধ্যে অনেকেই গত কয়েক সপ্তাহ ধরে সর্বভারতীয় স্তরে বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতৃত্ব মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছেন। সম্প্রতি মমতাও এই প্রসঙ্গে বলেন, দায়িত্ব পেলে বাংলায় বসেই সেই দায়িত্ব সামলে নিতে পারবেন তিনি।
ইন্ডিয়া জোটের নেত্রী মমতা?
ইন্ডিয়া জোটের নেত্রী মমতা?
advertisement

এই আলোচনার ঝড়ের মধ্যেই এবার এই প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে জোটের মধ্যে আলোচনার দাবি করলেন অভিষেক। তাঁর কথায়, “ইন্ডিয়া জোট এই বিষয়ে বসে আলোচনা করবে। মমতা এই জোটের সব চেয়ে প্রবীণ নেতা। মুখ্যমন্ত্রী হিসাবেও এটি মমতার তৃতীয় মেয়াদ। শুধু তাই নয়, এর আগেও তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তাই এই বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়া উচিত বলেই মনে করেন বলে সোমবার জানিয়েছেন অভিষেক।

advertisement

আরও পড়ুন: ঘূর্ণাবর্তের পর ঘূর্ণাবর্ত…! বৃষ্টি-ঝোড়ো-হাওয়ার অশনি ৫ রাজ্যে, ২০ রাজ্যে শৈত্যপ্রবাহ সতর্কতা, ১০ রাজ্যে কুয়াশা শঙ্কা! কী হতে চলেছে বাংলায়? জানিয়ে দিল IMD

একইসঙ্গে অভিষেক স্মরণ করান, “কোনও পক্ষকে ছোট করা উচিত নয়। তবে ইন্ডিয়া জোটে তৃণমূলই একমাত্র দল যা বিজেপির পাশাপাশি কংগ্রেসকে পরাজিত করেছে। আঞ্চলিক দলগুলিকে অবমূল্যায়ন করা ভুল – এই ভুলটি কংগ্রেস এবং বিজেপি উভয়ই করে থাকে। জনগণের ভোটে আমরা এখানে এসেছি, সংখ্যা ২৯ হলেও, কখনই মানুষকে হেয় করা উচিত নয়। বাংলায় বিজেপি সাংসদ কমিয়েছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে আমাদের স্ট্রাইক-রেটও ভাল।”

advertisement

আরও পড়ুন: বাড়িতে কোন ‘গাছ’ লাগালে ‘সাপ’ আসে না বলুন তো…? চমকে দেবে এই ‘নাম’, গ্যারান্টি!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, এ বারের লোকসভায় আসনসংখ্যা বাড়িয়েছে তৃণমূল। অন্যদিকে সারা দেশের মতোই, বাংলাতেও ১৮ থেকে কমে ১২-তে গিয়ে ঠেকেছে বিজেপি। সেই প্রসঙ্গেই বাংলার ভোটে বিজেপিকে ঠেকানোর তৃণমূলের ‘স্ট্রাইক রেট’ স্মরণ করিয়ে দিয়ে আঞ্চলিক দলগুলির শক্তির কথা মনে করিয়ে কার্যত অন্যান্য জোট শরিকদেরও মন টেনেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ইন্ডিয়া জোটের নেত্রী মমতা? প্রস্তাব নিয়ে 'আলোচনা' চান অভিষেক! বললেন, 'এই ভুলটি...'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল