TRENDING:

Satyajit Ray Ancestral Home: সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ধ্বংস করা নিয়ে সরব অভিষেক, বাংলাদেশকে কড়া বার্তা বিদেশ মন্ত্রকের 

Last Updated:

উন্নয়নের নামে ময়মনসিংহে ভাঙা শুরু হয়েছে সেই ভবন। বিষয়টির প্রতিবাদে ইতিমধ্যে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: ভারতীয় মণীষী-বিশিষ্টদের স্মৃতি মুছতে তৎপর বাংলাদেশের মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। একের পর এক ভাঙা পড়ছে এপার বাংলার স্মৃতি বিজড়িত সৌধ-ভবন। সেই তালিকায় এবার শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তথা সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে। উন্নয়নের নামে ময়মনসিংহে ভাঙা শুরু হয়েছে সেই ভবন। বিষয়টির প্রতিবাদে ইতিমধ্যে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ধ্বংস করা নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়
সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ধ্বংস করা নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়
advertisement

আরও পড়ুন– মুম্বইয়ে জরুরি অবতরণের আগে ‘প্যান প্যান প্যান’ সঙ্কেত পাইলটের ! ইন্ডিগোর বিমানে ঠিক কী ঘটেছিল?

নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “বিশাল ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ একটি স্থানকে ধ্বংসস্তূপে পরিণত করা আমাদের ঐতিহ্যের উপর আক্রমণের চেয়ে কম কিছু নয়।“ ইতিমধ্যেই এই ঘটনায় ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী, বাংলাদেশ সরকারকে ওই ভবন না ভাঙার আর্জি জানিয়েছে কেন্দ্র।

advertisement

advertisement

আরও পড়ুন– সুরা পান তো অনেকেই করে থাকেন, কিন্তু ‘সিঙ্গেল মল্ট’, ‘হুইস্কি’ এবং ‘স্কচ’-এর পার্থক্যটা জানা আছে কি? না জানা থাকলে জেনে নিন বিশদে

এই বিষয় নিয়ে অভিষেক লেখেন, ‘‘আমি অত্যন্ত মর্মাহত যে ঢাকায় অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের পৈতৃক বাসভবনটি বাংলাদেশের সরকার ভেঙে ফেলছে। এই শতাব্দী প্রাচীন সম্পত্তিটি ছিল সত্যজিৎ রায়ের ঠাকুরদা, বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল ব্যক্তিত্ব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর। বিশাল ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ একটি স্থানকে ধ্বংসস্তূপে পরিণত করা আমাদের ঐতিহ্যের উপর আক্রমণের চেয়ে কম কিছু নয়। এটি সর্বত্র বাঙালিদের সম্মিলিত বিবেকের উপর আঘাত এবং বিশ্ব শিল্পে রায় পরিবারের অতুলনীয় অবদানের প্রতি অবজ্ঞা।আমি বাংলাদেশ সরকারকে এই কঠোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার এবং এই সাংস্কৃতিক নিদর্শনটি রক্ষা ও সংরক্ষণের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি ভারত সরকারকে যথাযথ দ্বিপাক্ষিক সম্পৃক্ততা শুরু করার আহ্বান জানাচ্ছি যাতে বাংলার সাংস্কৃতিক ইতিহাসের এই অপূরণীয় অংশটি ধ্বংসের ফলে হারিয়ে না যায়।“

advertisement

আরও পড়ুন– উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণেও সতর্কতা, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

সত্যজিৎ রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরির পৈতৃক বাড়ি সংস্কারের নামে ভেঙে ফেলার প্রতিবাদে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি ভারত সরকারকে বিষয়টিতে নজর দেওয়ার দাবি জানিয়েছিলেন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বাংলাদেশ সরকারকে এই বাড়ির সংস্কার ও সেখানে সংগ্রহালয় তৈরিতে সহযোগিতার বার্তা দেওয়া হল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Satyajit Ray Ancestral Home: সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ধ্বংস করা নিয়ে সরব অভিষেক, বাংলাদেশকে কড়া বার্তা বিদেশ মন্ত্রকের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল