বিজেপির দিকে আঙুল তুলে তিনি বলেন, ”১৪, ১৬, ১৮, ২১, ২৩, ২৪ সালে হেরেছে। এরা ইট, পাটকেল মেরেছে পুলিশকে। পুলিশ যে সংযমের চেহারা দেখিয়েছে, তাতে প্রমাণ হয় এই রাজ্য উত্তরপ্রদেশ নয়। আজ বনধ ডেকেছে বিচারের দাবিতে নয়। গতকাল যারা সরকারি সম্পত্তি ভেঙে গ্রেফতার হয়েছে, সেই দুর্বৃত্ত, চিটিংবাজদের ছাড়ানোর দাবিতে বনধ ডেকেছে।”
advertisement
আরও পড়ুন: ‘আসল আন্দোলনে জল ঢেলে এখন চক্রান্ত করছে!’ ছাত্র সমাবেশ থেকে বিজেপিকে নিশানা মমতার!
এরপরই চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল সাংসদ বলেন, ”এই আন্দোলন আমরা দিল্লি নিয়ে যাব। তুমি শুরু করেছ, শেষ করব আমরা। আমাদের ট্রেন দেয়নি, যখন দিল্লিতে আমরা প্রাপ্য অধিকার চাইতে গিয়েছিলাম। আর বাংলাকে অশান্ত করবার জন্য এক্সটা বগি লাগিয়ে সরকারি সম্পত্তি নষ্টের ব্যবস্থা করে।”
অভিষেকের সাফ কথা, ”দাবি এক দফা এক, ধর্ষণ বিরোধী আইন, যা দিল্লির সরকার আনতে পারে। রাতারাতি নোট বন্দি, অর্ডিন্যান্স এনে ক্ষমতা কুক্ষিগত করতে পারে। তাহলে কেন আইন আনতে পারে না?”