TRENDING:

Abhishek Banerjee: "বিজেপিতে গেলে বড় বড় পদ প্রাপ্তি, আর তৃণমূলে থাকলে চোর, এটা হয় না" অভিষেক বন্দ্যোপাধ্যায়

Last Updated:

বৃহস্পতিবার তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক৷ তারপরই দলের অবস্থান স্পষ্ট করা হয়৷ সাংবাদিক বৈঠকে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ইতিমধ্যেই মন্ত্রিত্ব ও দলের অন্যান্য পদ থেকে সরানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়ে দেন যে পার্থবাবুকে আপাতত রেহাই দেওয়া হচ্ছে৷ পার্থ দফতরগুলোর দায়িত্ব এখন সামলাবেন মুখ্যমন্ত্রীই৷ বৃহস্পতিবার তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক৷ তারপরই দলের অবস্থান স্পষ্ট করা হয়৷ সাংবাদিক বৈঠকে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷৷ নিজেদের বক্তব্য রাখতে গিয়ে বারবার বিজেপি-র দিকে আঙুল তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন যে "বিজেপিতে গেলে বড় বড় পদ প্রাপ্তি। আর তৃণমূলে থাকলে চোর। এটা হয় না। ১০০% সবাই ঠিক হয় না।" অর্থাৎ তিনি ইঙ্গিত দেন বিজেপি নেতা-মন্ত্রীদের দিকে৷ একই সঙ্গে তাঁর অভিযোগ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের দিকেও৷
advertisement

আরও পড়ুন Name plate of Partha Chatterjee removed from Ministry: মন্ত্রিত্ব গেল, খুলে ফেলা হল নেম প্লেট! এখন নজর আরও কত 'কোটি' উদ্ধার হয় অর্পিতার নতুন ফ্ল্যাট থেকে

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান যে ''বিগত সপ্তাহে ২২ জুলাই একটা ঘটনা ও তাকে কেন্দ্র করে নানা তথ্য জনসমক্ষে এসেছে। ইডি এই ঘটনার তদন্ত শুরু করেছে। ২২ জুলাই আমাদের দলের এক প্রবীণ সদস্য, মমতা বন্দোপাধ্যায়ের সহকর্মী, বিরোধী দলনেতাও ছিলেন তিনি, তাঁকে গ্রেফতার করে। ২৩ জুলাই শৃঙ্খলারক্ষা কমিটি প্রাথমিক সিদ্ধান্ত আমরা মমতা বন্দোপাধ্যায় কাছে পাঠাই। আমাদের করণীয় সভানেত্রীকে জানাই।''

advertisement

আরও পড়ুন Mamata Banerjee: "এর পিছনে অনেক পরিকল্পনা আছে...", কোনদিকে ইঙ্গিত মমতার?

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ''বিপুল পরিমাণ টাকা যা উদ্ধার হয়েছে তার উৎস কী? মোদি বলেছিলেন কালো টাকা উদ্ধার হয়েছে সব। আমি কাউকে ডিফেন্ড করছি না। যদি কেউ অন্যায় করে থাকে৷ অবিচার হয়ে থাকে। তাহলে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে না। মমতা বন্দোপাধ্যায় যা বলেছিলেন আজ তা তিনি করে দেখিয়েছেন। অর্থ রোজগারের মেকানিজম হলে দল সমর্থন করবে না।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অন্যদিকে পার্থ ঘনিষ্ট মডেল-অভিনেত্রী অর্পিতার দুটি বাড়ি থেকে বিপুর পরিমাণ টাকা ও সোনা উদ্ধার হয়েছে৷ জানা গিয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়কে পাড়ায় মামা বলে পরিচয় দিতেন অর্পিতা মুখোপাধ্যায়৷ ডায়মন্ড সিটি এবং বেলঘড়িয়ায় কোটি কোটি টাকা উদ্ধারের পর এবার অর্পিতা মুখোপাধ্যায়ের চিনার পার্কের কাছে, ন পাড়ার পুবপাড়ায় এই ফ্ল্যাটের হদিশ পান ইডি আধিকারিকরা। ইডি সূত্রে জানা গিয়েছে, বহুতলটির নাম 'রয়্যাল রেসিডেন্ট'। এই বাড়ির চার তলার বি ৪০৪ ফ্ল্যাটটি অর্পিতা মুখোপাধ্যায়ের নামে। সেখানে এবার শুরু হয়েছে তল্লাশি৷ দু-দফা মিলিয়ে ৫০ কোটি উদ্ধারের পর আরও কত টাকা উদ্ধার হবে? প্রহর গুনছে বাংলার মানুষ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: "বিজেপিতে গেলে বড় বড় পদ প্রাপ্তি, আর তৃণমূলে থাকলে চোর, এটা হয় না" অভিষেক বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল