TRENDING:

বিধানসভা ভোটের প্রার্থী করতে বড় টাকার খেলা! পুলিশের হাতে ধরা পড়ল অভিযুক্ত! অলকেশ-নাজমুল জুটির কাণ্ড শুনে চোখ কপালে উঠবে

Last Updated:

Abhishek Banerjee name used for extortion: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে তোলাবাজি। গুরুতর সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হওয়া নাজমূল হুদাকে জেরা করে পুলিশের জালে আরও এক ব্যক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে তোলাবাজি। গুরুতর সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হওয়া নাজমূল হুদাকে জেরা করে পুলিশের জালে আরও এক ব্যক্তি। লিলুয়া থেকে অলকেশ রায়কে গ্রেফতার করে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ।
লিলুয়া থেকে অলকেশ রায়কে গ্রেফতার
লিলুয়া থেকে অলকেশ রায়কে গ্রেফতার
advertisement

পুলিশ সূত্রে দাবি, জেরায় নাজমূল স্বীকার করে নেন, তিনি এই অলকেশের নির্দেশ মতো বিধানসভা নির্বাচনের প্রার্থী খোঁজা এবং তাঁদের প্রার্থী করার জন‍্য টাকা চাইতে শুরু করেন। অলকেশকে হেফাজতে নিয়ে এই চক্রে আরও কেউ যুক্ত কি না খতিয়ে দেখতে চাইছে পুলিশ। ধৃতকে আজ বৃহস্পতিবার ব‍্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

advertisement

আরও পড়ুনঃ পুজোর আগে অশান্ত নেপাল, সান্দাকফু যাওয়ার প্ল্যান? হোটেল, হোমস্টে বুক করেছেন? দুশ্চিন্তায় পর্যটকরা

প্রসঙ্গত, চাইলেই বিধানসভা ভোটে লড়ার সুযোগ করে দেবেন। এমনই প্রতিশ্রুতি দিয়ে তোলাবাজি করছিলেন এক ব্যক্তি। অভিষেকের অফিস থেকেই এমন অভিযোগ পেয়েছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। পার্কস্ট্রিটের হোটেল থেকে গ্রেফতার হন হাওড়ার বাসিন্দা অভিযুক্ত শেখ নাজমুল হুদা। তাকে গ্রেফতারের পর জেরা করতেই উঠে আসে অলকেশ রায়ের নাম।

advertisement

আরও পড়ুনঃ কালিম্পং পাহাড়ে স্বপ্নের মতো সুন্দর গ্রাম! ৩৬০ ডিগ্রি কাঞ্চনজঙ্ঘা ভিউ, পুজোয় ঘুরে আসুন চুইখিম

অভিযোগকারীর দাবি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের নাম করে ২০২৬ সালের বিধানসভার প্রার্থিপদ পাইয়ে দেওয়ার কথা বলে ওই ব্যক্তি টাকা তুলেছেন। যাঁদের কাছ থেকে টাকা নিয়েছেন বা চেয়েছেন, তাঁদের তৃণমলের টিকিট পাইয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন, সেই কথাই নেতৃত্বের কানে পৌঁছয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিধানসভা ভোটের প্রার্থী করতে বড় টাকার খেলা! পুলিশের হাতে ধরা পড়ল অভিযুক্ত! অলকেশ-নাজমুল জুটির কাণ্ড শুনে চোখ কপালে উঠবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল