TRENDING:

Abhishek Banerjee : দৃঢ় প্রত্যয়ী অভিষেক! সতীর্থদের চাঙ্গা করতে অনবদ্য দলনেতা, ত্রিপুরা দেখল নতুন ক্যাপ্টেনকে...

Last Updated:

Abhishek Banerjee : এ যেন এক অন্য অভিষেকের 'অভিষেক' হল রবিবাসরীয় ত্রিপুরায়। এই অভিষেক 'ক্যাপ্টেন অভিষেক'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : Captain. দিনভর থানায় বসে সব সমন্বয় করার পর খোয়াই আদালতে এলেন @abhishekaitc ধৃতদের মুক্তি একটু পরেই।' কুনাল ঘোষের এই ট্যুইট বার্তাটিই যেন তৃণমূলের মনের কথা বলে দিল রবিবার দিন-শেষে। চব্বিশ ঘণ্টা লাগাতার অ্যাড্রেনালিন স্রোত বয়ে চলার পর যেন স্বস্তিতে দল। বিভুঁয়ে বিপদের দিনে নিজের সহকর্মীদের মুক্তি করিয়ে তাঁদের নিয়ে তখন আদালত চত্বর থেকে বেরিয়ে আসছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।
advertisement

যথার্থ ক্যাপ্টেনকেই যেন এদিন পেলেন তাঁর দলের সতীর্থরা। তাতেই তৃপ্তির আলো দেখা গেলো দেবাংশু, জয়া, সুদীপের চোখে মুখে। তৃপ্তি জামিনে মুক্তি পাওয়ার শুধু নয়, তৃপ্তি দলের ক্যাপ্টেনকে (Abhishek Banerjee) বিপদের মুহূর্তে পাশে পাওয়ার। এ যেন এক অন্য অভিষেকের 'অভিষেক' হল রবিবাসরীয় ত্রিপুরায়। এই অভিষেক 'ক্যাপ্টেন অভিষেক'। নিজের কর্মীদের পাশে থেকে তাঁদের নিয়ে ফেরত যখন আসছেন তখন তৃণমূল ত্রিপুরার কর্মীরাও একইরকম উজ্জীবিত।

advertisement

ত্রিপুরায় পা রেখেই রবিবার সারাদিন থানায় ধর্না দিলেন অভিষেক। সকালে বিমানবন্দর থেকে সরাসরি থানা। একের পর এক প্রশ্ন করেছেন খোয়াই থানার পুলিসকে। যতক্ষণ না তার কর্মীরা ছাড়া পাচ্ছে তিনি বসে থাকবেন থানায়। যেমন বলা তেমনি কাজ। বেরোলেন যখন থানা থেকে তখন জামিনে হয়েছে দেবাংশুদের। থানা থেকে বেরিয়ে সোজা চলে গেলেন কোর্ট। দেখা করলেন দলীয় কর্মীদের সঙ্গে। সকলকে নিয়ে বেরিয়ে এলেন এক জাতীয় নেতা।

advertisement

গতকাল দুপুর থেকে বারবার ফোনে খবর নিয়েছেন কর্মীদের। বিকেল বেলা পরিস্থিতি খারাপ হচ্ছে দেখেই নেতাদের পাঠানোর নির্দেশ দিলেন। রাতে ফের হামলার খবর আসতেই তৎক্ষণাৎ নিয়ে ফেললেন নিজে যাওয়ার সিদ্ধান্ত। যেন এক মুহূর্ত নষ্ট করতে নারাজ অভিষেক। ২০১৯ থেকে ২০২১ দলকে মজবুত করেছেন। যুব সভাপতি হিসেবে পাশ করেছেন লেটার মার্কস নিয়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়ার গুণগত মান নিয়ে নেই আর কোন চিন্তা! কিউ আর কোডই মিলবে তথ্য
আরও দেখুন

কিন্তু বিধানসভা নির্বাচনের পরের গত কয়েকমাসে সাংগঠনিক দিক থেকে অভিষেক নিজেকে তুলে ধরেছেন আরও কয়েক ধাপ। ভোটের ফল প্রকাশের পরেই ইয়াস বিদ্ধস্ত বাংলা থেকে বাজ পরে মৃত্যুর ঘটনায় বার বার ছুটে গিয়েছেন সব জায়গায়। একাধিক ক্ষেত্রে সাংগঠনিক নেতার পরিচয় দিয়েছেন অভিষেক। দিয়েছেন জননেতার পরিচয়ও। তবে আজ সারাদিন দলীয় কর্মীদের পাশে থেকে ধরনা দিয়ে যেন হয়ে উঠলেন সেই 'ক্যাপ্টেন' যে কর্মীদের বিপদে ঝাপিয়ে পড়তে এক মুহূর্ত দ্বিধা করেন না। দলনেতা অভিষেককে তাই আজ কুর্নিশ জানাচ্ছে তাঁর দলের ছাত্র, যুব এবং প্রবীণরাও। নেত্রীর যোগ্য উত্তরসূরি হয়ে উঠে যেন সকলকে 'আমি আছি' বার্তা দিলেন এই নতুন অভিষেক।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee : দৃঢ় প্রত্যয়ী অভিষেক! সতীর্থদের চাঙ্গা করতে অনবদ্য দলনেতা, ত্রিপুরা দেখল নতুন ক্যাপ্টেনকে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল