তৃণমূল সূত্রের খবর, নেতাজি ইন্ডোরের এদিনের বৈঠকের আয়োজক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অথচ, তিনিই থাকতে পারলেন না সেখানে৷ এদিন অনুষ্ঠানের শুরুতেই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি জানান, চিকিৎসক অভিষেককে ৭ থেকে ১০ দিন বিশ্রাম নিতে বলেছেন। সুব্রত বক্সি যখন এই কথা বলছেন, সেই মুহূর্তে অভিষেক ভার্চুয়ালি যোগ দিয়েছেন সভায়৷
সুব্রত বললেন, ‘‘চিকিৎসক অভিষেককে বিশ্রাম নিতে বলেছেন, তা-ও তিনি আপনাদের সম্মানিত করতে যোগ দিলেন। একটা নির্বাচনকে সামনে রেখে আমাদের লড়াইয়ে নামতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বলার মতো অবস্থায় নেই। তিনি নিজেও এ জন্য দুঃখিত। ’’
advertisement
এদিনের বৈঠক থেকে কোন বিশেষ বার্তা দিতে চলেছেন মমতা, কেন গুরুত্বপূর্ণ এই মেগা সম্মেলন? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বঙ্গ রাজনীতির অন্দরে৷ সূত্রের খবর, এদিনের মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে লাগাতার কোনও কর্মসূচির ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন: আজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠক! বড়সড় রদবদলের সম্ভাবনা, জল্পনা তুমুল
সম্প্রতি, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি পরে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা তুমুল সমালোচনা করতে দেখা যায় মমতাকে৷ এদিনও এ নিয়ে বিশেষ কর্মসূচি তিনি ঘোষণা করতে পারেন বলে সূত্রের খবর৷
অন্যদিকে, আজ তৃণমূলের সংগঠনে বেশ কিছু বদল হতে পারে বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বক্তব্য রাখবেন বিশেষ কয়েকজন। ভার্চুয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়।
১০০ দিনের গ্রামীণ প্রকল্পের কাজের টাকা থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে টাকা বন্ধ করেছে কেন্দ্র। তা নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক আন্দোলনে কর্মসূচিও ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এবারে খোদ আন্দোলন কিরূপে হবে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তা ঠিক করে দেবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের সামনে।
আরও পড়ুন: আপনার ঘরে কি এই ৫টা জিনিস আছে? সংসার ছারখার হয়ে যাবে কিন্তু, দুর্ভাগ্য পিছু ছাড়বে না
প্রসঙ্গত, ১০০ দিনের কাজের বকেয়া টাকা থেকে শুরু করে আবাস যোজনা টাকা কেন্দ্রের কাছ থেকে আদায়ের জন্য অনেক আগেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। পুজোর আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাস্তায় নেমেছে তৃণমূল।