Mamata Banerjee: আজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠক! বড়সড় রদবদলের সম্ভাবনা, জল্পনা তুমুল

Last Updated:

এদিনের বৈঠক থেকে কোন বিশেষ বার্তা দিতে চলেছেন মমতা, কেন গুরুত্বপূর্ণ এই মেগা সম্মেলন? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বঙ্গ রাজনীতির অন্দরে৷ সূত্রের খবর, এদিনের মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে লাগাতার কোনও কর্মসূচির ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

কলকাতা: আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের মেগা বৈঠক৷ সেখানে বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত সদস্য, পুরসভা সর্ব স্তরের জনপ্রতিনিধিদের পাশাপাশি হাজির থাকার কথা সাংগঠনিক পদাধিকারীদেরও।
এদিনের বৈঠক থেকে কোন বিশেষ বার্তা দিতে চলেছেন মমতা, কেন গুরুত্বপূর্ণ এই মেগা সম্মেলন? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বঙ্গ রাজনীতির অন্দরে৷ সূত্রের খবর, এদিনের মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে লাগাতার কোনও কর্মসূচির ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
সম্প্রতি, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি পরে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা তুমুল সমালোচনা করতে দেখা যায় মমতাকে৷ এদিনও এ নিয়ে বিশেষ কর্মসূচি তিনি ঘোষণা করতে পারেন বলে সূত্রের খবর৷
advertisement
advertisement
অন্যদিকে, আজ তৃণমূলের সংগঠনে বেশ কিছু বদল হতে পারে বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বক্তব্য রাখবেন বিশেষ কয়েকজন। ভার্চুয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়।
১০০ দিনের গ্রামীণ প্রকল্পের কাজের টাকা থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে টাকা বন্ধ করেছে কেন্দ্র। তা নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক আন্দোলনে কর্মসূচিও ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এবারে খোদ আন্দোলন কিরূপে হবে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তা ঠিক করে দেবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের সামনে। প্রসঙ্গত ১০০ দিনের কাজের বকেয়া টাকা থেকে শুরু করে আবাস যোজনা টাকা কেন্দ্রের কাছ থেকে আদায়ের জন্য অনেক আগেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। পুজোর আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাস্তায় নেমেছে তৃণমূল।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: আজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠক! বড়সড় রদবদলের সম্ভাবনা, জল্পনা তুমুল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement