অভিষেক বলেন, ”গতকাল হঠাৎ করে ইডি অফিসে আমাকে ডাকা হয়, ইচ্ছে না থাকলেও আমাকে পৌঁছতে হয়েছিল, তাই একদিন পিছোতে হল এই কর্মসূচি। তৃণমূলের সঙ্গে লড়াই না করতে পেরে বিজেপি এজেন্সিকে কাজে লাগাচ্ছে।”
আরও পড়ুন: লাখ-লাখ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বিরাট খবর, তৈরি হল গাইডলাইন! বদলে গেল নিয়ম
তৃণমূলের সংযোজন, ”যেদিন যেদিন আমার ঘোষিত কর্মসূচি থাকে, সেদিনই আমাকে ডাকা হয়। ইডি দফতরে ৬ হাজার পাতর নথি দিয়েছি। ইডি দেখুক, আমি আমার অবস্থান পাল্টাই না। ৩৬ মাস পর আবারও বলছি, তখন কয়লা কাণ্ডে কিছু করতে পারেনি, তাই আবার নিয়োগ কেসে আমার ও আমার পরিবারকে ডাকা হচ্ছে, বিজেপির তাবড় তাবড় নেতারা ২০১৯ সালে এই ডায়মন্ড হারবারে দিনের পর দিন বসেছিল, প্রধানমন্ত্রী সভা করে গিয়েছেন।”
advertisement
আরও পড়ুন: শরীরের এ কী অবস্থা জ্যোতিপ্রিয়র! যা দাবি করলেন মন্ত্রী, রীতিমতো আশঙ্কা ছড়াল
রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ”আমি বহিরাগতদের কাছে মাথা নত করব না, মানুষের কাছে মাথা নত করব। ২০১৪ সালে ৭১ হাজার ভোটে জিতেছিলাম, ২০১৯ সালে ২ লক্ষের বেশি ভোটে জিতেছিলাম, নির্বাচনের আগে অনেক বড় বড় কথা বলেছিল ওরা, মাতৃশক্তি যাঁর সঙ্গে থাকে, তাকে কেউ পরাজিত করতে পারবে না।”