চোখের অস্ত্রোপচার সফল হল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালে প্লাস্টিক ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি হয়। সাড়ে বারোটা নাগাদ অপারেশন থিয়েটারে ঢোকানো হয় অভিষেককে। অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন মোট বারো জন চিকিৎসক।
অনির্বাণ ভাদুড়ির নেতৃত্বে অপারেশন করা হয় ৷ তত্ত্বাবধানে ছিলেন চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় ৷ এছাড়াও ছিলেন অরবিটাল সার্জেন, ২ জন ম্যক্সিলো ফেসিয়াল সার্জেন ও ৫ জন চক্ষুরোগ বিশেষজ্ঞ ৷ ২ জন হৃদরোগ বিশেষজ্ঞ, ১ জন স্নায়ুরোগ বিশেষজ্ঞ এবং ২ জন অ্যানাস্থেসিস্ট ৷
advertisement
প্রায় তিন ঘণ্টা ১৫ মিনিট ধরে চলে অপারেশন ৷ এখনও সংজ্ঞাহীন অভিষেক ৷ অভিষেককে বেডে রাখা হয়েছে ৷ তাঁর ঘরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না ৷ অনুমতি পাননি অভিষেকের মা বাবাও ৷ দেখা করার অনুমতি শুধু অভিষেকের স্ত্রীরকে দেওয়া হয়েছে ৷
তিন ধাপে অস্ত্রোপচার হয় অভিষেকের।
- প্রথম ধাপে সম্পূর্ণ অ্যানাস্থেসিয়ার পর বাঁ চোখের অস্ত্রোপচার হয়
- দ্বিতীয় ধাপে অরবিটাল বোনের সার্জারি হয়
- শেষে প্লাস্টিক ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি হয়
- অরবিট বোনে বসানো হয় ৫ মিলিমিটার টাইটেনিয়াম প্লেট
- ৪ মিলিমিটার স্ক্রু দিয়ে তা সেট করা হয়
বিকেল পৌঁনে চারটে নাগাদ শেষ হয় অস্ত্রোপচার। বেডে ফেরানো হলেও আগামী আগামী সাতদিন চিকিৎসকদের পর্যবেক্ষণেই রাখা হবে অভিষেককে। দশদিন পর কাটা হবে সেলাই। এদিন অস্ত্রোপচারের পর ভাইপোকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রাথমিক ভাবে অস্ত্রোপচার সফল হয়েছে ৷ সুস্থ আছেন অভিষেক বলে জানা গিয়েছে ৷