TRENDING:

Abhishek Banerjee: 'আদালত ৭ দিন, ২৪ ঘণ্টা খোলা!' স্বস্তি পেলেন না অভিষেক, আবেদন শুনে কী বললেন বিচারপতি?

Last Updated:

বৃহস্পতিবারই এই মামলায় যুক্ত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হাইকোর্টে আবেদন করলেও এখনই কুন্তল ঘোষ সংক্রান্ত মামলায় অব্যাহতি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এই মামলা থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন তৃণমূল সাংসদ৷ যদিও কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এ দিন সেই আবেদন খারিজ করে দিয়েছেন৷
advertisement

তৃণমূল শীর্ষ নেতার আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতির পরামর্শ, আদালত ৭ দিন, ২৪ ঘণ্টাই খোলা আছে৷ ফলে হঠাৎ করে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি কোনও কঠোর পদক্ষেপ করে, সেক্ষেত্রে চাইলেই আদালতের শরণাপন্ন হওয়ার সুযোগ রয়েছে৷

আরও পড়ুন ১৭ দিনে লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি অতিক্রম, জনসংযোগ যাত্রায় নজির অভিষেকের

সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এসেছে৷ যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায় রায় বহাল রেখেই বিচারপতি অমৃতা সিনহাও জানিয়েছিলেন, সিবিআই অথবা ইডি চাইলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুন্তল ঘোষের মুুখোমুখি বসিয়ে জেরা করতে পারে৷

advertisement

এর পরে বৃহস্পতিবারই এই মামলায় যুক্ত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ এ দিন আদালতে অভিষেকের আইনজীবী জানান, সোমবার মামলার শুনানির আগে যাতে অভিষেকের বিরুদ্ধে সিবিআই অথবা ইডি কোনও কঠোর পদক্ষেপ না করে তা নিশ্চিত করতে অন্তত কোনও নির্দেশ দেওয়া হোক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
আরও দেখুন

অভিষেকের আইনজীবীর এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সিনহা বলেন, এই মামলায় এখনও কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে না৷ আগামী সোমবার ফের মামলার শুনানি হবে৷ কিছু হলে আদালত ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকে৷ অভিষেকের আইনজীবীর পক্ষ থেক অবশ্য এ দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়েও আপত্তি জানানো হয়৷ অভিষেকের আইনজীবী অভিযোগ করেন, অভিষেক বন্দোপাধ্যায়কে নিয়ে আগেও বিরূপ মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: 'আদালত ৭ দিন, ২৪ ঘণ্টা খোলা!' স্বস্তি পেলেন না অভিষেক, আবেদন শুনে কী বললেন বিচারপতি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল