৩,৩৪৩টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ইতিমধ্য়েই ১,০০৬টিরও বেশি গ্রাম পঞ্চায়েতে পৌঁছে গিয়েছে জন সংযোগ যাত্রা। রাজ্যের প্রতিটি বাসিন্দার কাছে পৌঁছে যেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও ২৪ ঘণ্টা পরিশ্রম করছেন বলে তৃণমূল সূত্রে খবর৷ দলের তরফে জানানো হয়েছে, তৃণমূল স্তরের উন্নয়ন ত্বরান্বিত করাই ছিল এই প্রচার কর্মসূচির উদ্দেশ্য। জেলার সাড়া দেখে আগামী দিনে আরও বেশি সংখ্যায় মানুষের অংশগ্রহণ আশা করছেন তৃণমূল নেতৃত্ব।
advertisement
আরও পড়ুন- ‘আগুন নিয়ে খেলা নয়…’ অগ্নিকাণ্ড মোকাবিলায় দীর্ঘ উপদেশ নামা রাজ্যপালের
আরও পড়ুন– আরও শক্তিশালী ‘মোকা’ ! ঘূর্ণিঝড়ের গতিপথ-সহ ল্যান্ডফলের স্থান এবং সময় জেনে নিন
যাত্রা ছাড়াও এই প্রচার অভিযানের অন্য কর্মসূচি, অর্থাৎ ‘গ্রামবাংলার মতামত’ প্রবলভাবে মানুষের আকর্ষণের কারণ হয়ে উঠেছে। দলের তরফে আশা করা হচ্ছে, এই ব্যবস্থাপনায় তৃণমূল স্তরের মানুষও রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। এইভাবেই, মহাত্মা গান্ধির ভাবধারায় অনুপ্রাণিত হয়ে পঞ্চায়েত স্তরে একটি অন্তর্ভুক্তিমূলক ও শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থাপনা গড়ে উঠবে। শুধু সরাসরি জনসংযোগ নয়, নতুন এই প্রচার কৌশলে ডিজিটাল মাধ্যমেও রাজ্যের মানুষের কাছে পৌঁছনোর কৌশল নিয়েছেন অভিষেক।