কলকাতা: ভোটার লিস্টে মিলেছে ভুয়ো ভোটার৷ আর SIR-এর আগে এই ইস্যু নিয়ে রীতিমতো খণ্ডযুদ্ধ চলছে নির্বাচন কমিশন এবং রাজ্যের মধ্যে৷ এমনকি, বারুইপুর পূর্ব ও ময়নার ERO-কে সাসপেন্ড করার জন্য মুখ্যসচিবকে নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে রাজ্য সরকার কোনও আধিকারিককে শাস্তি দেবে না বলে বুধবার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ নির্বাচন ঘোষণা না হওয়া সত্ত্বেও কী করে কমিশন রাজ্য সরকারকে এই নির্দেশ দিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
কমিশন অবশ্য জানিয়ে দিয়েছে, ভোটার তালিকা সংশোধনের কাজ সারা বছর ধরেই চলতে পারে৷ এর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই৷ এমন কোনও আইন নেই যে নির্বাচন ঘোষণা করলে তবেই কমিশনের ক্ষমতা থাকবে। বৃহস্পতিবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কমিশনের এই কাজ নিয়ে মন্তব্য করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন: অবশেষে জবাব মোদির! ট্রাম্পের শুল্কযুদ্ধের মাঝেই স্পষ্ট ঘোষণা, ‘যা করতে হয়..’
অভিষেকের অভিযোগ, ‘‘কিন্তু যে কাজ একটা নির্বাচিত সরকার করবে এখনও দশ মাস ১১ মাস বাকি। প্রায় তিন-চার মাস আগে থেকেই এটা শুরু করেছে প্রায় দেড় বছর আগে থেকে সরকারকে কাজ করতে না দেবে বলে। এবং নির্দিষ্টভাবে বিজেপি ক্ষমতায় রয়েছে তাকে বাড়তি সুবিধা করে দেবে বলে।
বাংলার প্রতি বিজেপির কেন্দ্রীয় সরকার যেমন বঞ্চনা করেছে। একইভাবে বিচারব্যবস্থাকে কাজে লাগিয়েছে। সংবাদমাধ্যমে একাংশকে কাজে লাগিয়ে সন্দেশখালির মতো ঘটনাকে সারাদেশে প্রচার করে বাংলার বদনাম করার প্রচেষ্টা করেছে। এখন ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যাতে বাঙালিরা যারা বাংলা ভাষায় কথা বলে তারা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার নির্লজ্জ ভূমিকায় ইলেকশন কমিশন নেমেছে। ’’
আরও পড়ুন ভারতকে আবারও হুমকি! ৫০% শুল্ক বাড়িয়েই থামল না ট্রাম্প…বলল, ‘সবে তো ৮ ঘণ্টা হয়েছে…এবার’
প্রসঙ্গত, ভোটার লিস্টে কারচুপির অভিযোগে, বারুইপুর পূর্ব ও ময়নার ERO-কে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন। সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে বারুইপুর পূর্বের ERO দেবত্তম দত্ত চৌধুরী এবং ময়নার ERO বিপ্লব সরকারকে। পাশাপাশি, সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে বারুইপুর পূর্বের AERO তথাগত মণ্ডল ও ময়নার AERO সুদীপ্ত দাসকে। রাজ্যের মুখ্যসচিবকে এই সাসপেশন কার্যকর করার চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
যদিও, গত বুধবার ঝাড়গ্রামে বক্ৃতা করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘‘শাস্তি দেব না। ভয় পাওয়ার কোনও কারণ নেই। জীবন দিয়ে রক্ষা করব।’’