Narendra Modi on Donald Trump: অবশেষে জবাব মোদির! ট্রাম্পের শুল্কযুদ্ধের মাঝেই স্পষ্ট ঘোষণা, ‘যা করতে হয়..’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত অতিরিক্ত শুল্ক আরোপের একদিন পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বললেন, ভারত তাঁর কৃষক, পশুপালক এবং জেলেদের স্বার্থের সাথে কোনও আপস করবে না।
নয়াদিল্লি: ভারতীয় পণ্যের উপরে দ্বিতীয় দফা শুল্ক বাড়ানোর পরে অবশেষে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিক্রিয়া৷ গত বুধবারই ভারতের উপরে আগের চাপানো ২৫ শতাংশ শুল্কের উপরে অতিরিক্ত ঐরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে ভারত৷ কারণ হিসাবে বারবার ট্রাম্প জানিয়েছে, রাশিয়ার থেকে সস্তায় খনিজ তেল কেনা মোটেও ভাল চোখে দেখছে না তারা৷ ট্রাম্প জানিয়েছে, এটা আমেরিকার কাছে ‘হুমকি’র শামিল৷ ভারতের সেই ধৃষ্টতার কারণেই ভারতীয় পণ্যের উপরে চাপানো হচ্ছে এই শুল্ক৷ এমন যখন পরিস্থিতি, তখন অবশেষে এল নরেন্দ্র মোদির প্রতিক্রিয়া৷
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের একদিন পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বললেন, ভারত তার কৃষক, পশুপালক এবং জেলেদের স্বার্থের সাথে কোনও আপস করবে না। মোদির এই বার্তাকে ওয়াশিংটনের প্রতি সরাসরি বার্তা হিসেবেই দেখা হচ্ছে৷ কারণ, রাশিয়ার থেকে সস্তায় ভারতের তেল আমদানির করাকে কেন্দ্র করেই আমেরিকা-ভারতের মধ্যে এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে৷ চরমে উঠেছে বাণিজ্য উত্তেজনা৷
advertisement
advertisement
আন্তর্জাতিক চাপ সত্ত্বেও গ্রামীণ সম্প্রদায়কে রক্ষা করার জন্য তার সরকারের দৃঢ় সংকল্পের উপর জোর দিয়ে মোদি বলেন, “ভারত তার কৃষক, পশুপালক এবং জেলে ভাই-বোনদের স্বার্থের সাথে কখনও আপস করবে না। আমি ব্যক্তিগতভাবে জানি যে এর জন্য আমাকে অনেক মূল্য দিতে হবে, তবে আমি এর জন্য প্রস্তুত। ভারত তার কৃষকদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং তাদের কল্যাণের জন্য যা কিছু করা দরকার আমি তা মোকাবিলা করতে প্রস্তুত৷”
advertisement
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi says, “For us, the interest of our farmers is our top priority. India will never compromise on the interests of farmers, fishermen and dairy farmers. I know personally, I will have to pay a heavy price for it, but I am ready for it.… pic.twitter.com/W7ZO2Zy6EE
— ANI (@ANI) August 7, 2025
advertisement
ভারত রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখায়, প্রতিক্রিয়া হিসাবে ভারতের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে ভারত। এই পদক্ষেপকে ‘অন্যায্য, অযৌক্তিক এবং অযৌক্তিক’ বলে অভিহিত করা হয়েছে ভারতের তরফে। তার একদিন পরেই প্রধানমন্ত্রী মোদির এই মন্তব্য এল।
আরও পড়ুন ভারতকে নাকি চাপে ফেলতে চলেছিল…এবার পেল তো উত্তর! সবার সামনে মুখ কালো হয়ে গেল ট্রাম্পের…বললেন
advertisement
বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে, আমেরিকা সম্প্রতি “রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে টার্গেট করেছে”, যদিও নয়াদিল্লি এই বিষয়ে স্পষ্টভাবে তাঁদের অবস্থান স্পষ্ট করেছে। জানিয়েছে, ভারতের মতো বিরাট অর্থনীতি সচল রাখতে, এর কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে তেলের জোগানের জন্য রাশিয়ার থেকে এই তেল আমদানি জরুরি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
August 07, 2025 10:14 AM IST