কলকাতা: রাশিয়ার থেকে তেল কেনাকে কারণ হিসাবে দেখিয়ে ভারতের উপরে পর পর শুল্ক চাপাচ্ছে ডোনাল্ড ট্রাম্প৷ প্রথম দফায় ২৫ শতাংশ শুল্ক চাপানোর পরে এবার গত বুধবার আবারও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছে৷ এই গোটা বিষয় নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কটাক্ষ, ‘‘ডোনাল্ড ট্রাম্প নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে! সেগুলো যাদের সঙ্গে ছবি রয়েছে ট্রাম্পের তাদেরকে করা উচিত। যারা ডোনাল্ড ট্রাম্পের হয়ে আমেরিকার টেক্সাসে প্রচার করেছিল এখানে এসে ডোনাল্ড ট্রাম্প যাদের প্রচার করেছে তাদের জবাবদিহি করতে হবে।’’
advertisement
অভিষেক বলেন, ‘‘৫০% ট্যারিফ লাগানো হয়েছে। নিশ্চিতভাবে এর একটা প্রভাব, ক্ষয়ক্ষতি তো হবেই। আইটি ফার্মাসিউটিক্যাল এবং টেক্সটাইল এবং অন্যান্য যে সমস্ত পরিষেবা দ্রব্য রয়েছে তার মধ্যে সার্বিক প্রভাব পড়বে। কর্মসংস্থান কমবে ভারতের অর্থনৈতিক প্রভাব এর মধ্যে তো অবশ্যই পড়বে। এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা এবং ভারতবর্ষকে কঠোরভাবে এর মোকাবিলা করা উচিত৷’’
এরপরেই, সরাসরি মোদিকে কটাক্ষ করেন অভিষেক৷ বলেন, ‘‘যে সরকার ৫৬ ইঞ্চি ছাতির কথা বলত, তাঁরা ক্ষমতায় থাকা সত্ত্বেও তাঁদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লাল চোখ দেখিয়ে চিন থেকে শুরু করে সমস্ত দেশ, আমেরিকা সবাই। সর্বদলীয় প্রতিনিধি হিসেবে আমি বিভিন্ন দেশে গেছিলাম। ১১টা দেশ রয়েছে যারা পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা তো দূরের কথা পাকিস্তানকে কনডেম করে একটা স্টেটমেন্ট বা বিবৃতি পর্যন্ত দেয়নি। এর ব্যর্থতা কার? ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কোভিডের আগে গুজরাতে প্রচার কে করেছিল! ডোনাল্ড ট্রাম্পের হয়ে আপনি প্রচার করেছেন বিজেপি কর্মীরা যজ্ঞ করেছিল। ’’(ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির বক্তব্যের ভিডিও চালিয়ে)
আরও পড়ুন: অবশেষে জবাব মোদির! ট্রাম্পের শুল্কযুদ্ধের মাঝেই স্পষ্ট ঘোষণা, ‘যা করতে হয়..’
অভিষেক বলেন, ‘‘ডোনাল্ড ট্রাম্পকে ফ্রেন্ড বলে উল্লেখ করেছিলেন মোদি। এটা কি আমি বলেছিলাম না মমতা ব্যানার্জি বলেছিলেন? এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন ইন্ডিয়ান অর্থনীতি মৃত। তবে আমি এটা মনে করি না আমি জানি ১৪০ কোটির মানুষের ভালোবাসায় এই অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আমি বলতে পারি ইন্ডিয়ান অর্থনীতি আই সি ইউসি আছে গত ১০ বছর ধরে।’’
বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি উড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷