TRENDING:

Abhishek Banerjee: তৃণমূলের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’! লোকসভা নির্বাচনের আগে BJP-NIA ‘যোগসাজশ’, বিস্ফোরক অভিযোগ অভিষেকের

Last Updated:

কুণালের অভিযোগ, ‘‘ধনরাম সিং স্বরাষ্ট্র মন্ত্রকের আস্থাশীল। এই ভদ্রলোকের সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছাকাছি সম্পর্ক আছে। হোম মিনিষ্ট্রি জড়িত। এটা পুরোপুরি বিজেপি ও এনআইএ-এর পরিকল্পিত চক্রান্ত।”

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রে’র অভিযোগ বিজেপি যোগসাজশেই ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে দুই তৃণমূলনেতাকে গ্রেফতার করেছে NIA৷ এবার এই অভিযোগের প্রেক্ষিতে একাধিক তথ্য, নথি প্রকাশ করে বিজেপির বিরুদ্ধে জোরাল আক্রমণ শানাল তৃণমূল৷ এদিন সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে নথিপত্র সামনে আনেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ তারপরেই এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
advertisement

এদিনের পোস্টে অভিষেক লেখেন, ‘নির্বাচনী আদর্শ আচরণবিধি বহাল থাকার মধ্যেও এনআইএ-র সঙ্গে সাজশ করে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করছে বঙ্গ বিজেপি৷ এসব সত্ত্বেও চুপ করে রয়েছে নির্বাচন কমিশন৷’

আরও পড়ুন: নিউটাউনে NIA-এর এসপি-র বাড়িতে কোন বিজেপি নেতা! টাকা লেনদেন! ভূপতিনগরকাণ্ডে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

এদিন সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ অভিযোগ আনেন, নিউটাউনে এনআইএ-এর এসপি ধনরাম সিংহের বাড়ির ভিসিটর বুকে দেখা গিয়েছে জিকে তিওয়ারির নাম। ধনরাম সিংয়ের বাড়িতে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। ভিজিটার্স বুকে লেখা রয়েছে জে জিরো সিক্স সিক্স ফ্ল্যাটে গিয়েছিলেন ওই বিজেপি নেতা। সন্ধ্যা সাড়ে ছটা থেকে সন্ধ্যা সাতটা বাইশ মিনিট পর্যন্ত সেখানেই ছিলেন তিনি।

advertisement

কুণালের অভিযোগ, ‘‘ধনরাম সিং স্বরাষ্ট্র মন্ত্রকের আস্থাশীল। এই ভদ্রলোকের সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছাকাছি সম্পর্ক আছে। হোম মিনিষ্ট্রি জড়িত। এটা পুরোপুরি বিজেপি ও এনআইএ-এর পরিকল্পিত চক্রান্ত।”

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, ‘‘ধনরাম সিং ও জিতেন তিওয়ারির বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করে তদন্ত শুরু করুক রাজ্য পুলিশ। রাজ্য সরকারকে অনুরোধ করছি এফআইআর করা হোক এদের বিরুদ্ধে। নির্বাচন কমিশন কি কোনও পদক্ষেপ গ্রহণ করবে না? পদক্ষেপ গ্রহণ করতে হবে এটা আমাদের দাবি।”

advertisement

আরও পড়ুন: সামান্য কয়েক কোয়া রসুন আর লবঙ্গ…তাতেই সাফ টয়লেট! এক রাতেই উবে যাবে সব হলুদ ছোপ, ঠিক এই ভাবে…

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তৃণমূল মুখপাত্র চন্দ্রিমা ভট্টাচার্যও বলেন, ”ধনরাম সিং ও জিতেন তিওয়ারির বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করে তদন্ত শুরু করুক রাজ্য পুলিশ। এখন নির্বাচনের আচরণ বিধি চালু হয়ে গেছে। তদন্ত করতে এখন সময় বেছে নেওয়া হল! ভোর চারটের সময় বাড়িতে ঢুকে পড়লেন। আর একটা টিম ৫.৪৫ মিনিটে থানায় পাঠালেন! এটা চক্রান্ত। এনআইএ চক্রান্ত করছে। জিতেন্দ্র তিওয়ারি নিজের ঠিকানা দিয়েছেন ক্যামাক স্ট্রিটের, যেখানে তার মেয়ে থাকেন। ওখানে গিয়ে একঘণ্টা ছিলেন, কী আলোচনা থাকতে পারে! মহিলাদের ওপর অত্যাচার করেছে। মহিলারা প্রতিরোধ করবে, প্রতিরোধ করবে। দশজনের প্রতিনিধি দল যাবেন। নির্বাচন কমিশনের কাছে সময় চেয়ে চিঠি দেওয়া হয়েছে।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: তৃণমূলের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’! লোকসভা নির্বাচনের আগে BJP-NIA ‘যোগসাজশ’, বিস্ফোরক অভিযোগ অভিষেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল