উপরাষ্ট্রপতি নির্বাচনে যে ক্রস ভোটিংয়ের সম্ভাবনা রয়েছে, তা এ দিন কলকাতায় স্বীকার করে নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক আম আদমি পার্টির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তৃণমূলের শীর্ষ নেতা৷
উপরাষ্ট্রপতি ভোটে ক্রস ভোটিং নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক এ দিন বলেন, ‘বিজেপি নিজেদের মতো সাংসদদের কেনাবেচার চেষ্টা করেছে৷ কটা ক্রস ভোটিং হয়েছে, কটা বাতিল হয়েছে, যেহেতু গোপন ব্যালটে ভোট বোঝা সম্ভব নয়৷ সবাই সবার মতো অনুমান করছেন৷ ৩১৫ জন বিরোধী সাংসদ ভোট দিয়েছেন, ১৫ টা ভোট বাতিল হয়ে থাকতে পারে৷ আবার বিরোধীদের পাঁচ সাতজন সাংসদ ক্রস ভোটিং করে থাকতে পারেন৷’
advertisement
এর পরই আম আদমি পার্টির বিরুদ্ধে বিজেপি-কে সাহায্য করার বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক৷ তৃণমূল সাংসদ বলেন, ‘কিছু দল রয়েছে যারা বিজেপি সাহায্য করে৷ যেমন আম আদমি পার্টির দু একজন রাজ্যসভার সাংসদ রয়েছেন যাঁরা সরাসরি বিজেপিকে সমর্থনব করেন৷ আম আদমি পার্টিরই একজন মহিলা সাংসদ সরাসরি অরবিন্দ কেজরিওয়ালের বিরোধিতা করেন৷ এমন কয়েকজন সাংসদ আছেন। ওরা ভোট কিনতে নেমেছে অনেক টাকা নিয়ে। একজনের ভোট কিনতে ১৫-২০ কোটি টাকা খরচ করেছে।’
বিজেপি-র বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলে অভিষেক আরও বলেন, ‘মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের মতো অনেক উদাহরণ রয়েছে৷ যেখানে টাকা দিয়ে বিধায়ক কেনাবেচা করে মানুষের নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়া হয়েছে৷ মানুষের উন্নয়নকে অগ্রাধিকার না দিয়ে এগুলিকেই বার বার অগ্রাধিকার দেওয়া হয়েছে৷ জনতার প্রতিনিধিকে টাকা দিয়ে কেনা যায়, জনতাকে কীভাবে কিনবেন? ২০২৪ সালে বাংলায় ভোটের আগের দিন হাজার হাজার টাকা খরচ করে পোলিং অফিসারদের কেনার চেষ্টা হয়েছে৷ বাংলার মানুষ এদেরকে উচিত শিক্ষা দিয়েছে৷ বিজেপি-র থেকে টাকা নিয়ে তৃণমূলক ভোট দিয়েছে৷’