আরও পড়ুন: হঠাৎ 'নিখোঁজ' মুকুল রায় ...! বিধায়কের খোঁজ মিলল কোথায়? ভাইরাল ভিডিওতে যা দেখা গেল
আজকের তারিখে CBI সুপারিন্টেন্ডেন্ট -এর সই করা চিঠি আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়িতে৷ এই চিঠিতে বলা হয়েছে, অভিষেককে হাজিরা দেওয়ার জন্য সিবিআইয়ের তরফে যে নোটিস পাঠানো হয়েছিল, তা আপাতত স্থগিত রাখা হল।
advertisement
সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও সিবিআইয়ের নোটিস পাঠানো নিয়ে সোমবার বিকেলে ট্যুইটারে অভিযোগ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘণ্টার মধ্যেই সিবিআই এই চিঠি পাঠাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এখন দেখার এই চিঠির বয়ানের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আদালত অবমাননার অভিযোগ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন?
আরও পড়ুন: গরমের বাজারে 'সুপারহট'! AC-র মতোই দেওয়ালে ঝুলবে এই কুলার! মিনিটে কনকনে ঠান্ডা গোটা ঘর...
প্রসঙ্গত, কলকাতা সিবিআই-র নোটিস প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতকালের ট্যুইট এর পর তথ্য তলব করে সিবিআইয়ের দিল্লির সদর দফতর। সিবিআই সূত্রের খবর, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ থাকা সত্বেও কেন দুপুরে পাঠানো হল নোটিস? এই মর্মে প্রশ্ন তোলা হয়।
গতকালের নোটিসে উল্লেখ রয়েছে ১৬ তারিখ, কিন্তু সেটা কেন একদিন পরে দেওয়া হল? এই বিষয়ে জানতে চেয়ে কলকাতার সিবিআই এর নিজাম পালেসের দফতরের এসিবি প্রধানকে ফোন করা হয় সিবিআই এর সদর দফতরের তরফে। কলকাতা সিবিআই-এর তরফ থেকে দিল্লিতে জানানো হয় যে সুপ্রিম কোর্টের নির্দেশের বিষয়ে তাদের কাছে কোনও খবর ছিল না। পাশাপাশি নোটিস রিসিভ করার সময়ে এই বিষয় নিয়ে কেউ কিছু জানায়নি। সিবিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে।