TRENDING:

Abhishek Banerjee Birthday: কালো চশমা-টি-শার্ট..., 'লড়াই করে বাঁচতে চাই' কেক! জন্মদিনে জনসংযোগে 'অন্য' মেজাজে অভিষেক

Last Updated:

Abhishek Banerjee Birthday: চোখের অস্ত্রোপচার করে ফেরার পরে পারিবারিক কালীপুজোয় দেখা গেলেও এই প্রথম ফের রাস্তায় নেমে জনসংযোগে পাওয়া গেল তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জন্মদিনে জনসংযোগে একেবারে অন্য মেজাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের অস্ত্রোপচার করে ফেরার পরে পারিবারিক কালীপুজোয় দেখা গেলেও এই প্রথম ফের রাস্তায় নেমে জনসংযোগে পাওয়া গেল তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
জন্মদিনে 'অন্য' মেজাজে অভিষেক
জন্মদিনে 'অন্য' মেজাজে অভিষেক
advertisement

সকাল থেকেই চলছি শুভেচ্ছা বার্তার ঢল। দুপুর গড়াতেই কালীঘাটের বাড়ির বাইরে সমর্থক ও দলীয় নেতা কর্মীদের ভিড় উপচে পড়ছিল। প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী-সহ হাজির ছিলেন একাধিক নেতা, বিধায়ক, সাংসদ।

লড়াই করে বাঁচতে চাই কেক কেটে দলীয় নেতা-কর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সাক্ষাৎ করে আলাপচারিতায় ফের পুরোনো মেজাজে ছিলেন অভিষেক।

advertisement

আরও পড়ুন: চাপ বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত…! রাজ্যে রাজ্যে ঝমঝমিয়ে ভারী বৃষ্টি, কী সতর্কতা বাংলায়? কনকনে শীত নামছে কবে? জানিয়ে দিল IMD

সাধারণত অভিষেকের নিরাপত্তার স্বার্থে তাঁর আশেপাশে তেমন ভিড় জমতে দেওয়া হয় না তবে বৃহস্পতিবার নেতা কর্মীদের মধ্যমনি হয়ে রীতিমতো তাঁদের আনা কেক কেটে তাঁদের নিয়ে আসা উপহার নিয়ে ও তাঁদের সঙ্গে সেলফি তুলে সময় কাটালেন।

advertisement

জায়গায় জায়গায় ‘শুভ জন্মদিন, দাদা’, ‘জন্মদিনে দাদাকে শুভেচ্ছা’ পোস্টার, ঢাক ঢোল বাজনার মধ্যেই সকলের সঙ্গে দেখা করে কথা বলেন অভিষেক। সদ্যই চোখের অস্ত্রোপচার করে ফিরেছেন অভিষেক। এরপরে কালীপূজোতেই প্রথম তাঁকে দেখা যায়।

advertisement

আরজি করের ঘটনার আগে নিজেই জানিয়েছিলেন চোখের চিকিৎসার জন্য কিছুদিন রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবেন। কিন্তু সমস্ত কিছুর উপর তাঁর নজর থাকবে। এর মধ্যে বিশেষ বিশেষ সময়ে তাঁর কিছু ট্যুইট ভেসে উঠলেও তাঁকে সে ভাবে দেখা যায়নি। তবে আজ একেবারে অন্য মুডে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সূত্রের খবর, জানুয়ারি মাসের শুরু থেকেই ফের জনজোয়ার কর্মসূচি নিয়ে রাস্তায় নামছেন অভিষেক তাঁর আগে দলীয় নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে একদম হালকা মেজাজে জন্মদিন কাটালেন অভিষেক। এদিন সর্বক্ষণ তাঁর সঙ্গী ছিল তাঁর ছেলে ও মেয়ে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee Birthday: কালো চশমা-টি-শার্ট..., 'লড়াই করে বাঁচতে চাই' কেক! জন্মদিনে জনসংযোগে 'অন্য' মেজাজে অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল