পাশাপাশি, বিভাজনকামী রাজনীতির বিরুদ্ধেও রুখে দাঁড়ানোর জন্য যুব সমাজকে ডাক দিয়েছেন অভিষেক৷ নিজের বক্তব্যের আগাগোড়াই নাম না করে বিজেপি-কেই আক্রমণ করেন তৃণমূল সাংসদ৷
আরও পড়ুন: ১৬ অগাস্ট থেকে নতুন রাজনৈতিক যুদ্ধ শুরু: মমতা বন্দ্যোপাধ্যায়
অভিষেকের প্রশ্ন, 'প্রাসাদে বসে কি কেউ ঠিক করে দেবে কে কী খাবে, কী পরবে, কোথায় কাজ করবে, কাকে ভালবাসব? এই বিভেদকামী শক্তি থেকে দেশকে বাঁচানোর শপথ নেওয়ার সময় এসে গিয়েছে৷ আরও পাঁচ- সাত বছর অপেক্ষা করলে চলবে না৷ অন্যরা কে কী করল না ভেবে নিজে কী করছেন ভাবুন৷ এই বিভেদকামী শক্তিকে আটকাতে নিজের এক শতাংশ করণীয় থাকলেও আপনি তা করছেন কি না ভেবে দেখুন৷ শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে আমাদের এই বৈচিত্রময় সমাজকে রক্ষা করতেই হবে৷ এটাই হোক আজকের শপথ৷' অভিষেক আরও বলেন, 'এমন একটা দেশ গড়ার চিন্তা করি যেখানে নাগরিকরা তাদের জীবনের মানোন্নয়নের জন্য জীবন দেবে , বিদেশি প্রভুদের খুশি করার জন্য না।'
advertisement
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর এ বছরই প্রথম স্বাধীনতা দিবসের আগে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখলেন অভিষেক৷ রবিবার রাত ১২টায় বক্তব্য রাখতে শুরু করেন তিনি৷ দেশের অন্যান্য রাজ্যেও তৃণমূলকে ছড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন অভিষেক৷ সেকথা মাথায় রেখেই স্বাধীনতা দিবস উপলক্ষে এই বক্তব্যও ইংরেজিতেই রাখেন তৃণমূল সাংসদ৷