অভিষেকের সংযোজন, ”আমরা কাউকে মনোনয়ন জমা দিতে বাধা দিইনি৷ আজ ও আগামীকাল আমরা আমাদের মনোনয়ন জমা দেব। বিরোধীদের মনোনয়ন জমা দিতে কোথাও অসুবিধা হলে আমাদের জানাক। বিরোধীরা ৮০ হাজার আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। তৃণমূল সেখানে ১০ হাজার।”
আরও পড়ুন: ‘৩০০ কোটি…’ প্রাথমিক দুর্নীতিতে চমকে ওঠা রিপোর্ট সিবিআই-এর! জেলে নজরে থাকবেন কুন্তল
advertisement
প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশনের তরফে মঙ্গলবার পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের ত্রিস্তরীয় আসনে বিজেপি সর্বমোট প্রার্থী দিয়েছে, ৩৭৫৬৫টি। তারপরই রয়েছে সিপিএম। তারা মোট প্রার্থী দিয়েছে ৩০২৪৯ টি আসনে। কংগ্রেস দিয়েছে, ৭৩৬৯ টি আসনে।
আরও পড়ুন: অপরূপার বিরুদ্ধে সিবিআই-এর হাতে ৪ মাস! নারদ মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের
বিজেপি সিপিএম এবং কংগ্রেস মিলিয়ে রাজ্যের প্রধান তিন বিরোধী দলের মনোনয়নপত্র জমা দেওয়ার মোট সংখ্যা প্রায় ৮০ হাজারের কাছাকাছি। সেখানে তৃণমূল জমা দিয়েছে ৯৩২৮ টি মনোনয়নপত্র। স্বাভাবিকভাবেই এই পরিসংখ্যানকে হাতিয়ার করে বিরোধীদের নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।