প্রসঙ্গত কয়েকদিন আগে এশিয়া কাপে ভারত- পাকিস্তান ম্যাচ শেষে বিসিসিআই সচিব জয় শাহ ভারতের জাতীয় পতাকা ধরতে চাননি বলে দাবি করে একটি ভিডিও সহ ট্যুইট করেন অভিষেক৷ সেই প্রসঙ্গ তুলেই এ দিন পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ৷
আরও পড়ুন: ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশই বহাল, সিঙ্গল বেঞ্চের রায়েই সিলমোহর জানালো ডিভিশন বেঞ্চ
advertisement
এ দিন কয়লা মামলায় ফের অভিষেককে কলকাতার সিজিও কমপ্লেক্সে বেশ কয়েক ঘণ্টা জেরা করে ইডি৷ বিকেলে ইডি দফতর থেকে বেরিয়ে অভিষেক নাম না করেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন৷ তিনি বলেন, 'যদি ভাবে আমি ইডি- সিবিআই-এর ভয়ে ছ' মাস ঘরে ঢুকে বসে থাকব, ভুল করছে৷ মাথানত করার ছেলে নই৷ মাথানত করতে হলে সাধারণ মানুষের সামনে করব৷ দিল্লির জল্লাদদের সামনে করব না৷'
নাম না করেই অমিত শাহকে আক্রমণ করে অভিষেক বলেন, 'নিজের ছেলেকে জাতীয়তাবোধ, দেশপ্রেম আগে শেখান তার পর দেশের মানুষকে শেখাতে আসবেন৷ ছেলে ভাবছে জাতীয় পতাকায় হাত না দিয়ে বিসিসিআই সেক্রেটারি থাকব, আর বাবা ভাবছে বিরোধী শূন্য করে আমি স্বরাষ্ট্রমন্ত্রী থাকব৷ নির্বাচনে, মানুষের আদালতে আমার সঙ্গে লড়ুন না৷ '
অভিষেক এ দিনও আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, 'আমি দু' বছর আগেই বলেছি, আজও বলছি৷ যদি এই কেলেঙ্কারিতে আমার বিরুদ্ধে এক টাকা নেওয়ারও অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ইডি-সিবিআই লাগবে না, আমি নিজেই মৃত্যুবরণ করব৷'