TET: ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশই বহাল, সিঙ্গল বেঞ্চের রায়েই সিলমোহর জানালো ডিভিশন বেঞ্চ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ডিভিশন বেঞ্চের এই নির্দেশের ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশও বহাল থাকছে৷
#কলকাতা: প্রাথমিক স্কুলের শিক্ষক পদ থেকে অপসারিত ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিলমোহর দিয়ে এ কথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ৷
হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার৷ যদিও গত জুন মাসে পাঁচ দিন প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কোনও নির্দেশেই পরিবর্তন করেনি ডিভিশন বেঞ্চ৷ বহাল রেখেছে সিবিআই তদন্তের নির্দেশও৷
advertisement
advertisement
ডিভিশন বেঞ্চের এই নির্দেশের ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশও বহাল থাকছে৷ সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও হস্তক্ষেপ করতেই রাজি হয়নি ডিভিশন বেঞ্চ৷ একই সঙ্গে নিয়ম বহির্ভূত ভাবে চাকরি পাওয়ার অভিযোগে বরখাস্ত হওয়া ২৬৯ জন চাকরি ফেরানোর জন্য দ্রুত শুনানির আর্জি জানাতে পারবেন না বলেও এ দিন জানিয়ে দিয়েছে আদালত৷
advertisement
ডিভিশন বেঞ্চের এই রায়কে ইতিবাচক বলে স্বাগত জানিয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিপ্রার্থীদের অন্যতম আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যা৷ তিনি বলেন, 'প্রাথমিক নিয়োগ ডিভিশন বেঞ্চের রায় আমরা খুশি। সিঙ্গেল বেঞ্চের রায় যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত এটাই প্রমাণ হলো। বাইরে হইচই করে সব অপেক্ষারতদের চাকরি দেওয়া হবে বলা হলেও সেগুলো আইনি পরিধি মধ্যে করতে হবে।'
advertisement
পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফে সাংসদ শান্তনু সেন বলেন, 'সিঙ্গল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চ বহাল রাখা মানেই তো কেউ দোষী প্রমাণিত হয়ে গেলেন না৷ তদন্ত তো এখনও চলছে৷'
Location :
First Published :
September 02, 2022 5:00 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
TET: ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশই বহাল, সিঙ্গল বেঞ্চের রায়েই সিলমোহর জানালো ডিভিশন বেঞ্চ