TRENDING:

Abhishek Banerjee: স্বাস্থ্য ক্ষেত্রে ‘ডায়মন্ড হারবার মডেল’ নিয়ে জোর চর্চা, নিজের সংসদীয় এলাকায় মেগা কর্মসূচি অভিষেকের

Last Updated:

ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা এলাকায় গোটা জানুয়ারি মাস জুড়ে স্বাস্থ্য শিবির হবে। প্রতিটি বিধানসভায় ১০ দিন করে স্বাস্থ্য শিবির করার পরিকল্পনা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: শনিবারের কর্মসূচিতে যোগ দেবেন ১২০০-রও বেশি চিকিৎসক। তাঁদের মধ্যে ৩০০-র বেশি জুনিয়র ডাক্তারও থাকবেন। শ’তিনেক মহিলা চিকিৎসকও থাকছেন এদিনের কর্মসূচিতে। ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা এলাকায় গোটা জানুয়ারি মাস জুড়ে স্বাস্থ্য শিবির হবে। প্রতিটি বিধানসভায় ১০ দিন করে স্বাস্থ্য শিবির করার পরিকল্পনা হয়েছে। সেই কারণেই এই বিশেষ সম্মেলন।
নিজের সংসদীয় এলাকায় মেগা কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
নিজের সংসদীয় এলাকায় মেগা কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
advertisement

আরও পড়ুন– শীতের আমেজে নিম্নচাপের ধাক্কা ! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়ল, ফের ঠান্ডা কবে?

আরজি কর-পর্বের শুরুতে ধর্ষণের অপরাধীদের জন্য আইন এনে তাদের ‘এনকাউন্টার’ করার কথা বলেছিলেন অভিষেক। ১৪ অগাস্ট আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনার পরে অভিষেক জানিয়েছিলেন, তিনি রাতেই কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ফোন করে বলেছিলেন, যারা হাসপাতাল ভেঙেছে, গুন্ডামি করেছে, তাদের বিরুদ্ধে দল, মত এবং রং না দেখে ব্যবস্থা নিতে। তার পরে ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে আরজি কর নিয়ে বক্তৃতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচিকে সম্মান জানানোর কথা বলেন। ডায়মন্ড হারবার মডেল নিয়ে বারবার আলোচনা হয়েছে। অনেকেই মনে করছেন চিকিৎসকদের সঙ্গে যোগসূত্র রচনার কাজ এই ডায়মন্ড হারবার মডেলের মধ্যে দিয়েই হতে চলেছে।

advertisement

আরও পড়ুন– স্টেশনে ঘুরে বেড়াচ্ছিলেন দুই মহিলা, পুলিশ তল্লাশি শুরু করতেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ! ব্যাগের ভিতরে মিলল কল্পনাতীত জিনিস

ডায়মন্ড হারবার এলাকায় তৃণমূলের সর্ব স্তরের সংগঠনকে এই কর্মসূচিতে মাঠে নামিয়েছেন অভিষেক। শহর এলাকায় পুরপ্রতিনিধি এবং গ্রামীণ এলাকায় পঞ্চায়েতের নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ব্লক এবং অঞ্চল স্তরের তৃণমূল নেতারাও নামছেন এক মাস ব্যাপী কর্মসূচি সফল করতে। আরজি করের ঘটনার পরে চিকিৎসক সমাজের বড় অংশের সঙ্গে রাজ্যের শাসকদলের একটা দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সেই দূরত্ব ঘোচানোর জন্য কি এ বার নিজেই আসরে নামতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ—ডক্টরস সামিটের ডিজিটাল প্রচারপত্রটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে এই জল্পনা জোরদার হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, আরজি কর পরবর্তী সময়ে ডাক্তার কমিউনিটির সঙ্গে তৃণমূলের সম্পর্ক মসৃণ করতেই অভিষেক এই উদ্যোগ নিয়েছেন। অনেকেই মনে করছেন, কোভিড কালের মতই, স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রেও ‘ডায়মন্ড হারবার মডেল’ চালু করতে চাইছেন অভিষেক। পাশাপাশি আন্দোলনকারী চিকিৎসকদেরও তিনি বার্তা পাঠাতে চাইছেন যে, চিকিৎসক সমাজের সঙ্গে তৃণমূলের কোনও দূরত্ব বা বিরোধ নেই।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: স্বাস্থ্য ক্ষেত্রে ‘ডায়মন্ড হারবার মডেল’ নিয়ে জোর চর্চা, নিজের সংসদীয় এলাকায় মেগা কর্মসূচি অভিষেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল