TRENDING:

কয়েদিদের জন্যও বাধ্যতামূলক আধার, জানল কেন্দ্র

Last Updated:

জেল বন্দিদেরও এবার আধার কার্ড বাধ‍্যতামূলক করল কেন্দ্রীয় সরকার। এ ব‍্যাপারে ইতিমধ্যেই নবান্নকে নির্দেশ পাঠিয়েছে কেন্দ্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেউ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, কেউ আবার ফাঁসির আসামী, কারোর আবার নিত্যই কারাগারে আসা-যাওয়া ৷ কেউ আবার কয়েকদিনের মেহমান ৷ সাজাপ্রাপ্ত আসামী বলে কোনও বাহানা নয়, তাদের জন্যও আধার কার্ড বাধ্যতামূলক বলে জানিয়ে দিল কেন্দ্র ৷
advertisement

জেল বন্দিদেরও এবার আধার কার্ড বাধ‍্যতামূলক করল কেন্দ্রীয় সরকার। এ ব‍্যাপারে ইতিমধ্যেই নবান্নকে নির্দেশ পাঠিয়েছে কেন্দ্র। কয়েদিদের আধারকার্ড থাকা আবশ্যক করা হয়েছে দেশের সব রাজ‍্যেই। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রক রাজ‍্যের স্বরাষ্ট্র দফতরের কাছে নির্দেশিকা পাঠিয়ে, এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছে।

কেন্দ্রীয় সরকার দাবি, মূলত নিরাপত্তার খাতিরেই কয়েদিদের আধার বাধ‍্যতামূলক করার সিদ্ধান্ত। যাঁরা বন্দিদের সঙ্গে জেলে দেখা করতে আসবেন, তাদেরও আধার কার্ড থাকা আবশ্যিক হতে চলেছে বলেও চিঠিতে আভাস দেওয়া হয়েছে।

advertisement

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গ্যাসের ভর্তুকি, সরকারি সুযোগ সুবিধা থেকে আয়কর দাখিল, শিক্ষার শংসাপত্র থেকে রেশন, মোবাইল পরিষেবা থেকে ড্রাইভিং লাইসেন্স সবের ক্ষেত্রেই বাধ্যতামূলক আধার কার্ড ৷

অন্যদিকে সোমবার শীর্ষ আদালত জানাল, জনকল্যাণকর কোনও প্রকল্পে আধারকে বাধ্যতামূলক বলে ঘোষণা করতে পারে না সরকার ৷ সরকারি সুবিধা পাওয়ার জন্য আধার কার্ডকে বাধ্যতামূলক বলা যাবে না ৷

advertisement

তবে একইসঙ্গে সুপ্রিম কোর্ট অন্য কিছু ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করার কেন্দ্রীয় সিদ্ধান্তকেই সমর্থন করেছে ৷ যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আয়কর দাখিল এসব ক্ষেত্রে আধার নম্বর সংযুক্তিকরণের সরকারি সিদ্ধান্তকে মান্যতা দিল আদালত ৷

জালিয়াতি রুখতে আধার কার্ডকে বাধ্যতামূলক করার পরিকল্পনা করেছে কেন্দ্র ৷ ইতিমধ্যে বেশ কিছু ক্ষেত্রে আধারকে বাধ্যতামূলক ঘোষণা করেছে মোদি সরকার ৷ ট্রেনের টিকিট বুকিং, প্যান কার্ড, আয়কর দাখিল, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল পরিষেবা থেকে শিক্ষার শংসাপত্রেও বাধ্যতামূলক হয়েছে আধার ৷ এছাড়া ১০০ দিনের কাজের টাকা, গ্যাসের ভর্তুকি, সরকারি ভাতার মতো কিছু জনকল্যাণকর ক্ষেত্রেও বাধ্যতামূলক আধার ৷

advertisement

সুপ্রিম কোর্টের ঘোষণার পর কৃষি ঋণ, কৃষি কল্যাণকর প্রকল্পের মতো জনকল্যাণকর ক্ষেত্রে আধার কার্ডকে প্রয়োজনীয় বলা যেতে পারে বাধ্যকামূলক নয় ৷

আধার কার্ডকে বাধ্যতামূলক করা নিয়ে দেশ জুড়ে দেখা দিয়েছে বিতর্ক ৷ সম্প্রতি বিতর্কের চাপেই মিড-ডে মিল পেতে শিশুদের আধার কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত থেকে পিছু হটে সরকার ৷ কিন্তু গত এক সপ্তাহে প্যান কার্ড, আয়কর দাখিল, শিক্ষার শংসাপত্র, ড্রাইভিং লাইসেন্সের পর মোবাইল পরিষেবার ক্ষেত্রেও আধার কার্ড বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

advertisement

অচিরেই মাত্র ১২টি অনন্য নম্বরই হতে চলেছে আপনার একমাত্র পরিচয়পত্র, তা আগেই জানিয়েছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ তবে বেশ কিছু ক্ষেত্রে আধারকে প্রয়োজনীয় বলা হলেও এখনও বাধ্যতামূলক করা হয়নি ৷ কিন্তু ধীরে ধীরে মোদি সরকার সমস্ত ক্ষেত্রেই আধার বাধ্যতামূলক করতে চলেছে বলে আভাস দেন অর্থমন্ত্রী ৷

নতুন ড্রাইভিং লাইসেন্সের আবেদন ও পুনর্নবীকরণ করার সময় আধার নম্বর যুক্ত করা বাধ্যতামূলক। চলতি বছরের অক্টোবর থেকে নয়া নিয়ম চালু হওয়ার কথা। ট্রাফিক আইন অমান্য করে লাইসেন্স সাসপেনশন এড়াতে একই ব্যক্তির একাধিক ড্রাইভিং লাইসেন্স বানানোর প্রবনতা ঠেকাতেই এই নতুন নিয়ম। ইতিমধ্য বিষয়টি নিয়ে কাজ শুরু করেদ দিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক।

এর আগে প্যান কার্ড তৈরি এবং আয়কর দাখিলের ক্ষেত্রেও বাধ্যতামূলক হয়েছে আধার কার্ড। সম্প্রতি আয়কর বিলে ৪০টি সংশোধনী আনা হয়। তার ভিত্তিতেই এই নতুন নির্দেশিকা,

১ জুলাই থেকেই সম্ভবত কার্যকর হচ্ছে নয়া নিয়ম

দেশবাসীর আয়কর তথ্য আরও সংবদ্ধ করার জন্যই এই সিদ্ধান্ত

পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান কার্ডের জন্য আবেদন করলেও লাগবে আধার

প্যানের সঙ্গে আধার যুক্ত না করলে বাতিল হবে প্যান কার্ড

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজ এখন অনেকটাই সম্পূর্ণ ৷ তবে এখনও দেশের বহু মানুষের কাছে আধার কার্ড নেই ৷ অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ১০৮ কোটি মানুষের আধার রেজিস্ট্রেশন সম্পূর্ণ ৷ শীঘ্রই বাকি মানুষের আধার কার্ডের তৈরির কাজও শেষ হয়ে যাবে ৷ আগামী আর্থিক বর্ষ অর্থাৎ এপ্রিল ২০১৭ থেকেই অধিকাংশ ক্ষেত্রে বাধ্যতামূলক হয়ে যাচ্ছে আধার ৷ চলতি বছরের ৩০ জুনের মধ্যে প্রত্যেক নাগরিকের আধার কার্ড তৈরি সম্পূর্ণ হয়ে যাবে বলে আশ্বাস কেন্দ্রের ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বিভিন্ন ক্ষেত্রে আধার বাধ্যতামূলক হলেও আধার কার্ডের নিরাপত্তা নিয়ে এর আগে একাধিক প্রশ্ন উঠেছে। আধারের মাধ্যমে একজনের ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য সহ ব্যক্তিগত তথ্যও হাতিয়ে নেওয়া যায়। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে জাল আধার কার্ডের ঘটনাও প্রকাশ্যে এসেছে। ফলে কেন্দ্রের তরফে বারবার আশ্বস্ত করা হলেও আধার নিয়ে নিরাপত্তার প্রশ্ন রয়েই যাচ্ছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
কয়েদিদের জন্যও বাধ্যতামূলক আধার, জানল কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল