জানা গিয়েছে, ৫ সদস্যের এই প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্যসভার সদস্য দোলা সেন, সাংসদ সাজদা আহমেদ, রাজ্যসভার সাংসদ সকেত গোখলে৷
তৃণমূলের এই প্রতিনিধি দল এদিন জাতীয় নির্বাচন কমিশনের দফতরে আধার বাতিল নিয়ে একটি স্মারকলিপি জমা দেবেন বলে জানা গিয়েছে৷ তারপরে তাঁরা সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন৷
advertisement
আরও পড়ুন: আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকছে কড়কড়ে টাকা…কথা রাখলেন মমতা! কারা পাবেন? কী নিয়ম, জানুন
গত বেশ কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বহু মানুষের কাছে বার্তা আসতে থাকে, তাঁদের আধার কার্ড বাতিল বলে। তার পরে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা। পাশাপাশি, কার্ড বাতিলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
বস্তুত, আধার কার্ড নিয়ে বিজেপির ‘গড়’ হয়ে ওঠা মতুয়া মহল্লাতেও উদ্বেগ তৈরি হয়েছিল। যা বিজেপির মধ্যেও উদ্বেগের জন্ম দিয়েছিল। অনেকের মতে, সেই কারণে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরদের রাতারাতি ময়দানে নামতে হয়েছিল।