এদিকে, রাজ্যের একাধিক জেলায় আধার লিঙ্কের পারফরম্যান্স কার্যত খারাপ। যা নিয়ে ঘুম ছুটেছে নবান্নের শীর্ষ মহলের। ১০০ দিনের গ্রামীণ প্রকল্প, প্রধানমন্ত্রী গ্রামীন আবাস যোজনা সহ কেন্দ্রীয় একাধিক প্রকল্পে রাজ্যের একাধিক জেলায় আধার লিঙ্ক করানোর পারফরম্যান্স এখনও সন্তোষজনক নয় বলেই মনে করছে নবান্ন। যার জন্য ফের দ্রুত জেলাগুলিকে আধার লিঙ্ক করার কাজ শেষ করতে বলা হল।
advertisement
আরও পড়ুন- বিধানসভায় আনমনে কী বানাচ্ছিলেন! আচমকা স্পিকারের ধমক, অপ্রস্তুত বিজেপি বিধায়ক
নবান্ন সূত্রে খবর, একশো দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে এখনো পর্যন্ত আধার কার্ড গোটা রাজ্য জুড়ে লিংক হয়েছে ৮৭.২ শতাংশের। যদিও এর মধ্যে পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, মুর্শিদাবাদ, উত্তরদিনাজপুর এবং উত্তর চব্বিশ পরগনা জেলার পারফরম্যান্স কার্যত খারাপ রয়েছে।
এর মধ্যে কোনও জেলায় আধার কার্ড লিঙ্ক হয়েছে ৭০ শতাংশের বেশি, কোনও কোনও জেলায় ৮৫% এর কাছাকাছি। অন্যদিকে, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় গোটা রাজ্য জুড়ে আধার লিঙ্ক হয়েছে ৮৭%।
কিন্তু আধার কার্ড লিঙ্ক হলেও আধার বেস্ট পেমেন্ট সিস্টেমের সংযোগ স্থাপনের প্রক্রিয়া কার্যত তলানিতে। আধার বেস পেমেন্ট সিস্টেম এর মাধ্যমেই প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার টাকা সরাসরি উপভোক্তাদের কাছে আসবে।
নবান্ন সূত্রে খবর, গ্রামীণ আবাস যোজনার ক্ষেত্রে এখনো পর্যন্ত গোটা রাজ্যজুড়ে ১২.৫% ক্ষেত্রেই এই আধার বেস্ট পেমেন্ট সিস্টেমের সংযোগ স্থাপন করা গেছে। যা নিয়েও উদ্বিগ্ন নবান্ন।
আবাস যোজনার ক্ষেত্রে মালদা, হুগলি, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব বর্ধমান,মুর্শিদাবাদ, ঝাড়গ্রামের মতো একাধিক জেলায় ৮০ শতাংশের কাছাকাছি পৌঁছায়নি আধার লিঙ্ক।
আরও পড়ুন- দেড় লাখি হকারির ডালা, নগদে কিনেও ব্যবসায় বাধা ! ‘টক টু মেয়রে’ অভিযোগ মহিলার
আধার লিঙ্ক না হলে উপভোক্তা যে সরাসরি টাকা পাবেন না এবং আবাস যোজনার বাড়ির ক্ষেত্র সমস্যার মধ্যে পড়তে হতে পারে তাই ইতিমধ্যে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক জানিয়েছে রাজ্যকে। তবে শুধু এই দুই প্রকল্প নয়, জাতীয় সামাজিক পরিষেবামূলক কর্মসূচি, অন্য ধারার মতো প্রকল্পগুলিতেও আধার লিঙ্ক এখনো লক্ষ্য পূরণ হয়নি।
নবান্নের তরফে জেলাগুলিকে এই প্রকল্পগুলিতে যাতে দ্রুত আধার লিঙ্ক করা যায়, সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের সভা থেকে একদিকে যেমন কেন্দ্রের বিরুদ্ধে সড়ক হয়েছেন আধার লিঙ্ক নিয়ে, তেমনি একাধিক গ্রামে এখনো ব্যাংক পরিষেবা পৌঁছায়নি তাহলে আধার লিঙ্ক কি করে করা যাবে তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়