প্রযুক্তি যতই উন্নতি হচ্ছে, ততই প্রতারণার পরিমাণ বাড়ছে। এই ধরনের প্রতারণা থেকে সাধারণ মানুষকে আরও সজাগ থাকার বার্তা দিয়েছে কলকাতা পুলিশ। তারই সঙ্গে AEPS অর্থাত্ আধার এনাবলড পেমেন্ট সিস্টেম ক্লোন করে যাতে টাকা না খোয়া যায় তার জন্য পরামর্শ দিয়েছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: বৃষ্টির দিনে এই সবজিগুলি খাওয়া এড়িয়ে চলুন, অজান্তে বড় ক্ষতি হতে পারে!
advertisement
কলকাতা পুলিসের পরামর্শ যত দ্রুত সম্ভব আধারের বায়োমেট্রিক লিঙ্ক ব্লক করে দিন। এর জন্য মোবাইলে mAadhaar অ্যাপ ডাউনোড নামাতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আধার কার্ডটি বের করলেই দেখতে পাবেন নীচের দিকে দেখা যাবে বায়োমেট্রিক লিঙ্ক। সেটিতে ট্যাপ করে তা ব্লক করে দিতে হবে। মনে রাখতে হবে বায়োমেট্রিক লক, আধার লক নয়।
আরও পড়ুন: চল্লিশে চালশে! চোখ ভাল রাখতে, দৃষ্টিশক্তি বাড়াতে রোজ খাদ্যতালিকায় রাখুন এগুলি
প্রতারিত হলে কী করবেন? টাকা খোয়া গেলে প্রথমেই ব্যাঙ্কে যান। টাকা ফেরত পাওয়ার জন্য ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে হবে। এটিএমে গিয়ে মিনি স্টেটমেন্ট নিয়ে রাখুন। যাতে গ্রাহকের অবস্থান বোঝা যায়। কেওয়াইসি দেওয়ার সময় আধার নম্বর মাস্ক করে জমা দিন। এতে শুধু শেষ ৪টি নম্বর দেখা যাবে। যে কোনও জায়গায় আধার নম্বর ও ফটোকপি দেওয়া বন্ধ করে দিন আপাতত। ভেজা বা তৈলাক্ত অবস্থায় কখনওই আধারের বায়োমেট্রিকে আঙুলের ছাপ দেবেন না।