শেখ সৈয়দ নামে নিখোঁজ তরুণের পরিবারের দাবি, গত শুক্রবার তাঁদের ছেলের বন্ধুরা সৈয়দকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে তিন দিন কেটে গেলেও ঘরে ফেরেনি তাঁদের ছেলে। ছেলে বাড়ি না ফেরায় প্রথম রাতেই থানায় অভিযোগ দায়ের করেছিলেন নিখোঁজ তরুণের পরিবার। তা-ও কোনও লাভ হয়নি।
advertisement
শেখ সৈয়দ ও তাঁর বন্ধুরা মিলে গঙ্গার ধারে গিয়েছিল। অনুমান করা হচ্ছে, সেখানে সেলফি তুলতে গিয়ে গঙ্গা পড়ে যায় সে। তবে তারপর তাঁর বন্ধুরা তখন কী করেছিল, তাঁকে বাঁচানো চেষ্টা করা হয়েছিল কি না, অথবা শেখ সৈয়দ নিজেই জলে পড়ে গিয়েছিল, নাকি কেউ তাকে ধাক্কা দিয়েছিল, এই বিষয়গুলি এখনও পরিষ্কার নয়। গোটা ঘটনার পরে বন্ধুরা কেনই বা সৈয়দের বাড়িতে গিয়ে সব কথা জানায়নি, তা নিয়েও ধন্দ রয়েছে।
নিখোঁজ যুবকের পরিবারের দাবি, তাঁদের ছেলের বন্ধুরাই কোনওভাবে তাঁকে অপহরণ করে লুকিয়ে রেখেছে। এদিন থানায় ডেকে পাঠানো হয় দুপক্ষকেই।
শেখ সৈয়দের পরিবারের সদস্যেরা পৌঁছন নর্থ পোর্ট থানায়। অন্যদিকে, শুক্রবার নিখোঁজ তরুণের যে বন্ধুরা, তাঁকে ডেকে নিয়ে গিয়েছিল, তাঁদেরও ডেকে পাঠানো হয়।
SOURAV TIWARI