পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কলকাতার বাসিন্দা রাজ শঙ্কর কদম্বগাছি এলাকার বিভিন্ন মানুষকে হুমকি দিয়ে যাচ্ছিলেন এমনকি সেখান থেকে বাদ যাচ্ছিলনা পুলিশ আধিকারিকরাও৷ মন্ত্রী শশী পাঁজার নাম ভাঙ্গিয়ে একাধিক বিষয়ে বিভিন্ন থানার পুলিশদেরকেও ফোন করতেন।
আরও পড়ুন-মুহূর্তে সব শেষ…! চলে গেলেন ‘থ্রি ইডিয়টস’-খ্যাত জনপ্রিয় অভিনেতা, শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি
advertisement
বুধবার রাতে দত্তপুকুর থানার কদম্বগাছি ফাঁড়ি এলাকায় নীল রঙের একটি চারচাকা গাড়ি করে এসে এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দিতে তাদের সন্দেহ হয় তারা ওই ব্যক্তিকে ধরে কদম্বগাছি ফাঁড়ির পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ব্যক্তিকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে ৷
জানা গিয়েছে, ওই ব্যক্তির সঙ্গে মন্ত্রী শশী পাঁজার কোনও সম্পর্ক নেই। কিন্তু এইভাবে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ করেন। ইতিমধ্যেই কদম্বগাছি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করে অভিযুক্তকে বারাসাত আদালতে পাঠানো হয়েছে।পাশাপাশি গোটা বিষয়টি তদন্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।