TRENDING:

উপহারের দোকানে তালা, 'মাদার্স ডে' পালনে সন্তানদের মুশকিল আসান 'কেক' প্রস্তুতকারী সংস্থা

Last Updated:

লকডাউনের কথা ভেবে নিজেদের ফেসবুক পেজে শুধুমাত্র মায়েদের জন্য অভিনব উদ্যগ নিয়েছিল সংস্থা। বিশ্ব মাতৃ দিবসের কেক প্রতিযোগিতায় হাজার হাজার আবেদন জমা পড়ল সংস্থার অফিশিয়াল পেজে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতাঃ 'কেক'। অনেকের কাছেই ভাললাগার। ভালবাসারও। কিন্তু লকডাউন হরেকরকম কেক খাওয়া থেকে বিরত রেখেছে আমজনতাকে। তবে 'মাদার্স ডে' তে অভিনব উদ্যোগ নিল কলকাতার একটি কেক প্রস্তুতকারী সংস্থা। এই বিশেষ দিনে সন্তানরা নিজেদের  মায়েদের উপহার হিসেবে নানা ধরনের ভালোবাসার সামগ্রী দিয়ে থাকে। কিন্তু লকডাউনের জেরে সমস্ত দোকানপাট বন্ধ। 'মা' কে কী উপহার দেবেন!আজ 'মাদার্স ডে'। তাই সন্তানদের উপহারের ইচ্ছেপূরণ করতে মুশকিল আসান করল বিশেষ এক কেক প্রস্তুতকারী সংস্থা। মায়েদের জন্য শুধুমাত্র হরেকরকম কেক বানানো নয়, রীতিমতো প্রতিযোগিতার মাধ্যমে সেই সংস্থা ফটোফ্রেম সম্বলিত কেক তুলে দেবেন মায়েদের হাতে। অনলাইন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে মা-সন্তানের ছবি-সহ কেক একেবারে বাড়িতে গিয়ে মায়েদের হাতে বিনামূল্যে পৌঁছে দেবেন প্রস্তুতকারী সংস্থা ।
advertisement

সন্তানের ওপর মায়ের অধিকার, ভালবাসা স্মরণ করানোর জন্য নয়, মায়ের প্রতি সন্তানের যথাযথ সম্মান দেখানোর ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্যই মূলত পালন করা হয় মাতৃদিবস। নতুন প্রজন্মের একটা বড় অংশের মতে, মা দিবস কোনও একটা দিনের বেড়াজালের আটকে থাকতে পারে না। জীবনের মৌলিক স্তরগুলোতে মায়ের চেয়ে বড় শিক্ষাগুরু, মায়ের চেয়ে বড় রক্ষাকর্তা, সন্তানের জন্য আর কেউ হতে পারে না। তাই বছরের প্রত্যেকটা দিন মায়ের জন্য উৎসর্গ করা যায়। বিশ্বজুড়ে বিভিন্ন দিনে মাতৃ দিবস পালিত হয়।

advertisement

ব্রিটিশ প্রথা অনুযায়ী, ভারতে মে মাসের দ্বিতীয় রবিবার পালন করা হয় মাদার্স ডে। মাতৃদিবস নিয়ে আপনার মনে যাই সংজ্ঞা থাকুক না কেন, ফোনের ডেটা ব্যবহার করে  মায়ের কাছে পাঠাতেই পারেন কিছু সুন্দর ডিজিটাল কার্ড, যেখানে লেখা রয়েছে আপনার মনের কথা। আর আপনি যদি মনে করেন গোটা বছরের মধ্যেই এই বিশেষ দিনে মা'কে সম্মান জানাবেন, বা মায়ের মন খুশি করবেন একটু অন্যভাবে, তাহলে তো কথাই নেই। মাদার্স ডে সেলিব্রেট করতে রইল কিছু মনের মত কেক। গত কয়েকদিন ধরে দিনরাত এক করে  শহরের এক কেক কারখানায় চলল কর্মযজ্ঞ। লকডাউনের কথা ভেবে নিজেদের ফেসবুক পেজে  শুধুমাত্র মায়েদের জন্য অভিনব উদ্যগ নিয়েছিল তারা বিশ্ব মাতৃ দিবসের কেক প্রতিযোগিতায় হাজার হাজার আবেদন জমা পড়েছে কেক সংস্থার অফিশিয়াল পেজে।

advertisement

লকডাউনের জেরে কেক অমিল। কিন্তু মাদার্স ডে-তে সন্তানদের হতাশ করল না   কেক সংস্থা। করোনা আতঙ্কের আবহেই মায়ের সাথে এক আনন্দ মুহূর্তের ফটো বসান কেক ফ্রেমবন্দি হয়ে চলে আসবে বাড়িতে।  শুধু একটা ছবি আপলোড করতে হবে কেক সংস্থার অফিশিয়াল পেজে । চূড়ান্ত বাছাই পর্বের পর মিলবে বিনামূল্যে কেক পাওয়ার সুযোগ। কলকাতার কেক প্রস্তুতকারী সংস্থা মনজিনিসের কর্ণধার প্রসেনজিৎ সাহা বলেন, 'প্রত্যেক বছরই  বিশেষ দিনগুলিতে কেকের অর্ডারের  জন্য লম্বা লাইন দিতে হয়।  বেকারি খুললেও পারমিশন নেই কেকের আউটলেট খোলার। এই মুহূর্তে মূলত হোম ডেলিভারির মাধ্যমেই চলছে ব্যবসা। লকডাউনের  জেরে অনেক কেক সংস্থাই খুলতে পারেননি তাদের আউটলেট। খোলাবাজারে বিক্রি নেই। কিন্তু বেকারি কারখানা খোলায় কর্মচারীদের তো বেতন দিতে হচ্ছে। তাই আমরা বেকারি পরিষেবা দিচ্ছি অনলাইনে হোম ডেলিভারির মাধ্যমে। তারই অঙ্গ হিসেবে লকডাউনের   সময় মায়েদের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ব্যতিক্রমী ভাবনা'।  তিনি আরও জানান, কেক প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে নিজেদের ডেলিভারি বয় মারফত সেই কেক পৌঁছে যাবে শহরের নানা প্রান্তের মায়েদের হাতে। সন্তানদের পাশাপাশি ওঁরাও বলবে  'হ্যাপি মাদার্স ডে'।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

VENKATESWAR LAHIRI 

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
উপহারের দোকানে তালা, 'মাদার্স ডে' পালনে সন্তানদের মুশকিল আসান 'কেক' প্রস্তুতকারী সংস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল