সূত্র মারফত জানা গিয়েছে, ওই পুলিশকর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁরই সহকর্মীরা নিয়ে যান হাসপাতালে৷ সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে৷
খাদ্য ভবনের ভিতরে পুলিশের ব্যারাক রয়েছে৷ সেই ব্যারাক থেকেই এদিন রাত ১০.৫০ থেকে ১১টার মধ্যে ডিউটিতে যাচ্ছিলেন পুলিশের রিজার্ভ ফোর্সের ওই অফিসার৷ সেই সময়েই হঠাৎ গুলির শব্দ শোনা যায়৷ তিনি কি স্বইচ্ছায় নিজেকে আঘাত করেছেন নাকি কোনও কারণে অতর্কিতে গুলি চলে গিয়েছে, এখনও তা স্পষ্ট নয়৷ তবে প্রাথমিক ভাবে পুলিসের অনুমান আত্মঘাতী হয়েছেন ওই কনস্টেবল।
advertisement
পুলিশ প্রাথমিক ভাবে জানিয়েছে, ছুটি কাটিয়ে ২৪ তারিখ বাড়ি থেকে ফিরেছিলেন তিনি। ডিউটিতে যাওয়ার আগে নিজের সার্ভিস রিভলবার ইস্যু করান। সিক্স চেম্বার রিভলবার। যার মধ্যে থেকে একটা গুলি চলেছে। পারিবারিক কোনও অশান্তি ছিল কিনা পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করা হচ্ছে। নদিয়ার হরিণঘাটার বাসিন্দা ওই কনস্টেবল। ব্যারাক ঘর থাকলেও অধিকাংশ সময় বাড়ি থেকেই যাতায়াত করতেন তিনি।