তপসিয়ার দাতাবাবা অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রথমবার পরীক্ষামূলক ভাবে ব্যাবহার করা হল রোবড়। তপসিয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের কুড়িটি ইঞ্জিন কাজ করলেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঝুপড়ি সহ বেশ কিছু গুদাম ঘর থাকায় আগুনের ব্যাপকতা ছড়িয়ে পড়ে। প্রচুর পরিমাণে কেমিক্যাল জাত পর্যাপ্ত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে সক্ষম হয়। সূত্রের খবর মজুত ছিল কেমিক্যাল জাত বিভিন্ন সামগ্রী সহ অ্যাসিড ও রং এর দাহ্য পদার্থ। আগুন এই সমস্ত দাহ্য পদার্থের কাছে আসতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ঐ জায়গায়। গুদাম ঘরের পিছনেই ছিল বেশ কিছু ঝুপড়ি, আগুন দ্রুত ছড়িয়ে পড়তেই ভস্মীভূত করে দেয় বেশিভাগ টালির চালের ছাউনি। প্রায় দুই ঘটনার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ার হিমসিম খাওয়ায় দমকল কর্মীদের।
advertisement
মন্ত্রী সুজিত বসুর সামনেই রোবড় দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলের কর্মীরা। দমকল মন্ত্রী সুজিত বসু জানান, এই প্রথমবার পরীক্ষামূলক ভাবে রোবড়ের কাজ শুরু হল। এখন চারটি রোবড় থাকলেও পরীক্ষায় সফল হলে আরও আনা হবে। এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পকেট ফায়ার দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বিভাগ।
