TRENDING:

আগুন নেভাতে নামল রোবড়! আরও আসছে জানালেন মন্ত্রী

Last Updated:

এই রোবড়ের জন্য দমকলের কর্মী সংখ্যা যেমন কম লাগবে, তেমনই খোলা জায়গায় দ্রুত আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম এই মেশিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বেশ কিছু দিন আগেই দমকল বিভাগে এসেছে রোবড়। এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। একটি দমকলের গাড়ির সঙ্গে প্রয়োজন হয় অনেক ব্যাক্তি, এই রোবড়ের জন্য দমকলের কর্মী সংখ্যা যেমন কম লাগবে, তেমনই খোলা জায়গায় দ্রুত আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম এই মেশিন।
advertisement

তপসিয়ার দাতাবাবা অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রথমবার পরীক্ষামূলক ভাবে ব্যাবহার করা হল রোবড়। তপসিয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের কুড়িটি ইঞ্জিন কাজ করলেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঝুপড়ি সহ বেশ কিছু গুদাম ঘর থাকায় আগুনের ব্যাপকতা ছড়িয়ে পড়ে। প্রচুর পরিমাণে কেমিক্যাল জাত পর্যাপ্ত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে সক্ষম হয়। সূত্রের খবর মজুত ছিল কেমিক্যাল জাত বিভিন্ন সামগ্রী সহ অ্যাসিড ও রং এর দাহ্য পদার্থ। আগুন এই সমস্ত দাহ্য পদার্থের  কাছে আসতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ঐ জায়গায়।  গুদাম ঘরের পিছনেই ছিল বেশ কিছু ঝুপড়ি, আগুন দ্রুত ছড়িয়ে পড়তেই ভস্মীভূত করে দেয় বেশিভাগ টালির চালের ছাউনি। প্রায় দুই ঘটনার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ার হিমসিম খাওয়ায় দমকল কর্মীদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

মন্ত্রী সুজিত বসুর সামনেই রোবড় দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলের কর্মীরা। দমকল মন্ত্রী সুজিত বসু জানান, এই প্রথমবার পরীক্ষামূলক ভাবে রোবড়ের কাজ শুরু হল। এখন চারটি রোবড় থাকলেও পরীক্ষায় সফল হলে আরও আনা হবে। এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পকেট ফায়ার দ্রুত  নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বিভাগ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
আগুন নেভাতে নামল রোবড়! আরও আসছে জানালেন মন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল