TRENDING:

কে ফোনে কথা বলছে? মারের ভয়ে মোবাইল গিললেন প্রেসিডেন্সির বন্দি

Last Updated:

প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দি রামচন্দ্র ভুক্কর মেটিয়াবুরুজের কাছে নাদিয়াল থানা এলাকার বাসিন্দা। বছর খানেক আগে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার হন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রেসিডেন্সি জেলে বন্দির হাতে মোবাইল ফোন। ধরা পড়ার ভয়ে ফোনটি গিলেই ফেললেন। তারপর পেটে ব‍্যথা। শেষমেশ নিয়ে যেতে হয় হাসপাতালে।
advertisement

প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দি রামচন্দ্র ভুক্কর মেটিয়াবুরুজের কাছে নাদিয়াল থানা এলাকার বাসিন্দা। বছর খানেক আগে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার হন। সোমবার, জেল কর্মীরা খবর পান, তিনি জেলের মধ‍্যে মোবাইল ফোনে কথা বলছেন। জেল কর্মীরা পাকড়াও করতে গেল ফোনটি লুকনোর চেষ্টা করেন ওই বন্দি। কিন্তু, লুকোবেন কোথায়? অগত‍্যা তিন ইঞ্চি লম্বা চাইনিজ ফোনটি তিনি গিলেই ফেলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তারপর দাবি করেন, তাঁর কাছে কোনও ফোন নেই। এর কিছুক্ষণ পরেই অবশ্য পেটে ব‍্যথা শুরু হয়। তখন তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমের জরুরি বিভাগে। সেখানে এক্স রে করলে ধরা পড়ে, বন্দির পেটে মোবাইল ফোন।

বাংলা খবর/ খবর/কলকাতা/
কে ফোনে কথা বলছে? মারের ভয়ে মোবাইল গিললেন প্রেসিডেন্সির বন্দি