মিন্টু ও তার বোন প্রথমে স্থানীয় কাউন্সিলর অনিন্দ্য কিশোর রাউতের কাছে গিয়েছিল,বাড়িটি তৈরি করবার অনুমতি চাইতে।অনিন্দ্য সুন্দর রাউত অনুমতি দেন এবং বলে দেন থানাকে একবার জানিয়ে বাড়িটি করবার জন্য।কিন্তু সোনা-পচারা বাধ সাধে বাড়িটি করা নিয়ে। অভিযোগ,এই ঘটনা নিয়ে রীতিমতো মারধর চালায় সোনা পচার দলবল।সেই সময় মিন্টু বাবুর হয়ে পাড়ায় যারা প্রতিবাদ করতে এগিয়ে এসেছিলেন, মিন্টুর স্ত্রী ও বোনের সঙ্গে তাদেরও মারধর করে সোনা পচার দলবল।তবে এই দুই ভাই এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন-মন খুলে হাসি অমৃতার, সইফের সঙ্গে ডিভোর্সের পর… বিচ্ছেদের গোপন কথা ফাঁস সারার
আরও পড়ুন-ছিঃ ছিঃ! প্রকাশ্যে ফেসবুকে ‘পর্ন’ ভিডিও পোস্ট, নোবেলের কীর্তি ভাইরাল হতেই তোলপাড় নেটদুনিয়া
তোলাবাজি থেকে মারধর একাধিক অভিযোগ রয়েছে ওদের বিরুদ্ধে।সোনা পাচার বাবা তাপস পাল বলেন, ‘এলাকায় বাড়ি করবার জন্য সবাই সোনা পচার অনুমতি নিতে আসে।’ তাকে জিজ্ঞাসা করা হল, সোনা পচা কি কাউন্সিলর? না সরকারি অধিকারিক? তিনি জানান ‘কিছুই নয়’। তবে সোনা-পচা স্থানীয় তৃণমূল নেত্রী শ্রেয়া পান্ডের ঘনিষ্ঠ বলে স্থানীয় সূত্রে খবর।আর সেই বলে তারা এলাকায় তোলাবাজি থেকে আরম্ভ করে দৌরাত্ম করে বেড়াচ্ছে। তবে এখনও দুই গোষ্ঠীর মধ্যে একটা চাপা ক্ষোভ রয়েছে।এলাকায় পুলিশ টহল রয়েছে।
