পুলিশ সূত্রে খবর, ১০০ ডায়ালে ফোন করে এক ব্যক্তি জানায়, নিউটাউন সাহা মার্কেটের একটি গেস্ট হাউজে এক স্বামী তার স্ত্রীকে খুন করেছে। সেই খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন ও ইকোপার্ক থানার পুলিশ। সঙ্গে ছিলেন উচ্চপদস্থ আধিকারিকরাও।
advertisement
আপনার পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে? তাহলে এখনই এটা করুন, নইলে অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ হয়ে যাবে!
তদন্তে নামে পুলিশ, ট্র্যাক করা হয় অভিযুক্ত স্বামীর মোবাইল নম্বর। পালানোর আগেই নিউটাউন এলাকা থেকেই তাঁকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বামী জানান, পরকীয়ার সন্দেহ থেকে স্ত্রীর সঙ্গে গেস্ট হাউজে বাকবিতণ্ডা হয়। তারপরই তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে স্বীকার করেন তিনি।
জানা গিয়েছে, সোমবার ওই দম্পতি নিউটাউনের একটি গেস্ট হাউজে ওঠেন। ইকোপার্ক ঘুরতে এসেছিলেন তাঁরা। কিন্তু তার মধ্যেই ঘটল মর্মান্তিক ঘটনা। মৃতার নাম ইতিকা মন্ডল। তাঁর স্বামী, অভিযুক্ত বিশ্বজিৎ মন্ডল, দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। বর্তমানে নিউটাউন থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে খুনের পেছনের কারণ ও পরিস্থিতি বোঝার চেষ্টা করছে।