অভিযোগে নির্দিষ্ট করে বলা হয়েছে, অরূপ রায়ের ঘনিষ্ঠ সত্য সামন্তের বোন চাকরি পেয়েছেন বেআইনি ভাবে। তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি প্রয়াত দেবব্রত দাসের ভাইপোর নামও। এমনকী ব্যাঙ্কের চেয়ারম্যান গোপালচন্দ্র মাইতির ভাইপোকেও চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে। তালিকা এখানেই শেষ নয়, ব্যাঙ্কের ভারপ্রাপ্ত সিইও (বর্তমানে অবসরপ্রাপ্ত প্রণয়কুমার চক্রবর্তীর ভাইপো, সচিব কৌশিক কুলভির ভাইপো, ব্যাঙ্কের অধিকর্তা নিমাই অধিকারীর মেয়ে ও তপনকুমার কুলিয়ার ছেলেও চাকরি পেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
advertisement
অভিযোগে বলা হয়েছে, ৫২টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলেও এখনও পর্যন্ত ১৩৪ জন নিযুক্ত হয়েছেন বলে অভিযোগ। মামলায় জড়িয়েছে মন্ত্রী অরূপ রায়ের নাম। বলা হয়েছে, কো-অপরেটিভ সার্ভিস কমিশন ছাড়া নিয়োগ করতে পারবে ব্যাঙ্ক, এই মর্মে দু’বার অনুমোদন দিয়েছিলেন অরূপ রায়।
আরও পড়ুনঃ বীরভূমে এ বারে অবৈধ টোল প্লাজা! কত ছিল গাড়ি পিছু টাকা? সিবিআইয়ের চক্ষু চড়কগাছ
আরও পড়ুনঃ নৃশংস ঘটনা তমলুকে, সম্পত্তির বিবাদে অ্যাসিড আক্রান্ত শিশুকন্যা
মামলাকারিদের দাবি, কো-অপারেটিভ সার্ভিস কমিশন ছাড়া নিয়োগ করা আইনবিরুদ্ধ। মোট ২০৩৫ জন আবেদন করেছিলেন এবং ব্যাঙ্কের নির্দিষ্ট অ্যাকাউন্ট নম্বরে ফি জমা দিয়েছিলেন। কিন্তু ফি জমা দেওয়ার এই তালিকায় ১০০টির বেশি নাম ফাঁকা রয়েছে বলে অভিযোগ। আবেদন না করেও অনেকে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। মেধাতালিকায় নাম না থাকা সত্ত্বেও অনেকে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। ২০১৯ সালের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিয়োগপ্রক্রিয়া শুরু হয়। ২০২১ সালে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলাতেই অতিরিক্ত হলফনামা দাখিল করে নতুন এই অভিযোগ জানানো হয়েছে।
Arnab Hazra